আগরতলা:অবিলম্বে ‘কালা শ্রম কোড’ বাতিল করার পোশাকি স্লোগানে কর্মসূচিতে জোরালো করা হয়েছে।দেশ ও রাজ্যের শ্রমজীবীদের বেঁচে থাকার ন্যায্য আদায়ে জনবিরোধী কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার বার্তায় মঙ্গলবার শ্রম কোড বাতিল সহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস শ্রম দপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারক লিপি দিয়ে কর্মসূচিকে সর্বাত্মক সফল করার চেষ্টা করেছে।

এদিন আগরতলার কংগ্রেস ভবন থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম দপ্তরের সামনে গিয়ে এক প্রতিনিধি দল শ্রম দপ্তরের অধিকর্তার মাধ্যমে আধিকারিকের মাধ্যমে প্রধানমন্ত্রী উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করা হয়।এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান শান্তনু পাল সহ অন্যান্য নেতৃত্ব।দাবি গুলির মধ্যে রয়েছে, শ্রম কোড বাতিল করা, রেগায় ৫০০ টাকা মজুরি, ২০০ দিনের কাজ,অটো টমটম চালকদের জেলা ভিত্তিক পারমিট চালু, সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি, কাজের ও সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যবিধি রক্ষা সহ ইত্যাদি। অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান শান্তনু পাল মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, শ্রমিক স্বার্থে প্রধানমন্ত্রীর কাছে শ্রম কোড বাতিল সহ ৯ দফা দাবিতে শ্রম দপ্তরের মাধ্যমে আজ ডেপুটেশন দেওয়া হচ্ছে। তিনি বলেন, বিগত দিনের শ্রমিকদের স্বার্থে ২৯ টি আইন ছিল।

বর্তমান মোদি সরকার সেই ২৯ টি আইনকে পরিবর্তন করে চারটি আইনে রূপান্তর করেছে। এই চারটি আইন শ্রমিক, বেকার এবং সংবাদ মাধ্যমের কর্মীদের জন্য অত্যন্ত বিপদজনক। তাই শ্রমিক স্বার্থ বিরোধী এই শ্রম কোডের চারটি আইনের বিরোধিতা করে আজ হল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস সংগঠিত করছে। তিনি বলেন, এই আইনে গর্ভবতী মহিলা সহ শ্রমিকদের জন্য কোন প্রকার সুযোগ-সুবিধা নেই। পাশাপাশি তাদের দিন এবং রাতের বেলা কাজ করতে গেলে যে ধরনের সুরক্ষা প্রয়োজন। সেই সুরক্ষার জন্য এই আইনে কিছুই বলা নেই।

এই আইনের ফলে শ্রমিকদের সম্পূর্ণ স্বার্থ কর্পোরেটদের হাতে চলে গেছে।তাই কর্পোরেট সংস্থা যে কোন সময় বিনা নোটিশে শ্রমিকদের ছাটাই করে দিতে পারবে। এই দিনের অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের ডেপুটেশনকে ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ পরিলক্ষিত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *