আগরতলা ।। শাহজাহান ইস্যুতে মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলো যুব কংগ্রেস। বিজেপির লোকেরা যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের পরিবারকে বাড়ি থেকে উঠে যাওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। এই অভিযোগ প্রদেশ যুব কংগ্রেসের।
তারই প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা প্রদেশ যুবক কংগ্রেস এর পক্ষ থেকে এক প্রতিনিধি দল মঙ্গলবার রাজ্য মানবাধিকার কমিশনের নিকট ডেপুটেশন দেয়। তাদের বক্তব্য যদি শাহাজান ইসলাম কোন ভুল করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেবে। তার পরিবারের কি দোষ ? কেন তার স্ত্রী ও ৮ মাসের শিশু বাড়ি ছাড়া হবে ? শাহজাহান এর বাবা ও ভাইকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানোর ঘটনারও নিন্দা জানান তারা।
সার্বিক বিষয় নিয়ে মানবাধিকার কমিশনের নিকট ডেপুটেশন দেওয়া হয় বলে জানান প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা। রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি অরিন্দম লোধ এর কাছে দাবি সনদ তুলে দেওয়া হয়।