আগরতলা।।রাজীব গান্ধী ছিলেন শান্তি সম্প্রীতি ও সংহতির অনুপ্রেরণাদায়ী নেতৃত্ব। আপোষহীন লড়াই এর বড় সৈনিক। কথাগুলি বলেছেন প্রদেশ কংগ্রেস এর সভাপতি আশীষ কুমার সাহা। বুধবার প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর ৮১ তম জন্ম দিবস পালন করা হয়।
ভারত রত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর জন্ম দিবস সদ্ভাবনা দিবস হিসাবে পালন করলো কংগ্রেস। প্রতি বারের মতো এবারেও প্রদেশ কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়। বুধবার সকালে মূল অনুষ্ঠান হয়েছে আগরতলায় কংগ্রেস ভবনের সামনে। জাতীয় পতাকা , দলীয় পতাকা সহ অন্যান্য শাখা সংগঠনগুলির পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত সবাই রাজীব গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, রাজীব গান্ধী ছিলেন শান্তি সম্প্রীতি ও সংহতির অনুপ্রেরণাদায়ী নেতৃত্ব। আপোষহীন লড়াই এর বড় সৈনিক। দেশের উন্নয়ন বিকাশ প্রগতির জন্যে পদক্ষেপ নিয়েছিলেন। তথ্য প্রযুক্তির উন্নয়ন, শিক্ষার উন্নয়নে নবোদয় বিদ্যালয় স্থাপন, যুব ও মহিলাদের সশক্তিকরণ , যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অর্থাৎ সর্ব ক্ষেত্রে বিকাশের জন্যে পদক্ষেপ নিয়েছিলেন।
কংগ্রেস ভবনে অনুষ্ঠান শেষে দলীয় নেতা কর্মীরা যান গান্ধী ঘাট শহীদ বেদীতে। সেখানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। এই দিনটিকে সদ্ভাবনা দিবস হিসেবে উদযাপন করে কংগ্রেস। প্রতিটি ব্লক ও জেলা স্তরে দিনটি উদযাপন করা হয়েছে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি ।