আগরতলা।।সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্মেলনের আগে বিভিন্ন অঞ্চল কমিটিগুলির সম্মেলন চলছে।

শুক্রবার নারী সমিতি অভয়নগর অঞ্চল কমিটির সম্মেলন উপলক্ষে রাধানগর বাসস্ট্যান্ডের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সন্ত্রাস বাদের বিরুদ্ধে এবং যুদ্ধ নয় শান্তি চাই এই আহ্বান জানিয়ে মানব বাঁধন গড়া হয়। তাতে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী সমর্থকরা অংশ নেন। ছিলেন নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত সহ অন্যান্নরা। সম্প্রতি বিভিন্ন অঞ্চল কমিটিগুলির সম্মেলন ঘিরে যুদ্ধের বিরুদ্ধে শান্তির বার্তা দিয়ে মানব বন্ধন গড়ছে নারী সমিতি।

এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করছে এরা। আগামী দিনের কর্মসূচি, সাংগঠনিক দিক, রাজ্য ও দেশের বর্তমান পরিস্থিতি এই সমস্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে নারী সমিতির অঞ্চল সম্মেলনগুলোতে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *