আগরতলা: কমিউনিস্টরা ২৫ বছর ধরে রাজ্যের মানুষকে শোষণ, শাসন করেছে। সোমবার রাজধানীর মঠ চৌমুহনী বাজারে মৎস্যজীবী সম্মেলনে এই অভিযোগ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য।

তিনি রাজ্যের প্রধান বিরোধী দলের সমালোচনা করে মন্তব্য করেন সিপিআইএম মূর্খের দল। এদিন মঠ চৌমুহনি বাজার মৎস্যজীবী সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন হয় ।সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক ডাঃ দিলিপ দাস, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের প্রাক্তন চেয়ারম্যান সন্তোষ সাহা, পুর নিগমের কর্পোরেটর সুখময় সাহা সহ সংগঠনের নেতৃত্ব। এদিনের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য সিপিএম-র সমালোচনা করেন। তিনি মন্তব্য করেন দেশের মানুষ বর্তমানে যখন একত্রিত হয়ে আতঙ্কবাদীদের বিরুদ্ধে লড়াই করছে ঠিক তখন রাজ্যের প্রধান বিরোধী দলের নেতৃত্ব রাজনৈতিক মানসিকতা নিয়ে কথা বার্তা বলছেন।

কমিউনিস্টরা ২৫ বছর ধরে রাজ্যের মানুষকে শোষণ করেছে, শাসন করেছে। বিভিন্ন ইস্যুতে সিপিএম-র সমালোচনা করেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *