আগরতলা: বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির ভালো ফলাফলের জন্য উচ্ছ্বাস ব্যক্ত করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এই ফলের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে আগামীতে পশ্চিমবাংলা জয়ের মাধ্যমে ভারতবর্ষের চেহারা বদলে যাবে বলেও অভিমত ব্যক্ত করলেন।
সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাতে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, এবার বিহার বিধানসভা নির্বাচন উপলক্ষে আমি সেখানে চম্পারন জেলায় নির্বাচনী প্রচারে যাই। আমি শুনেছি সেখানে তিনটি বিধানসভা কেন্দ্রেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা ভালো ফল করেছেন। এরকম ভালো ফলাফলের জন্য আমি সর্বপ্রথমে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই। এর পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানাই। পুরো টিম একসাথে মিলে নির্বাচনে কাজ করেছেন।
প্রসঙ্গত, এবার বিহার বিধানসভা নির্বাচনকে ঘিরে গত ১৮ অক্টোবর চম্পারনের তিনটি কেন্দ্র যথা – বাগাহা বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী রাম সিং, রামনগর (এসসি) বিধানসভা কেন্দ্রে নন্দ কিশোর রাম এবং নারকাটিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সঞ্জয় পান্ডের পক্ষে প্রচার কার্যক্রমে অংশ নিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী আরো বলেন, যেভাবে বিহারে লালু প্রসাদ যাদবরা কাজ করেছেন কিভাবে তারা সেখানে ক্ষমতায় আসবেন? তাদের জমানায় গুন্ডাগিরি থেকে শুরু করে কি না হয়েছে সেখানে। আর এখন পশ্চিমবাংলার অপেক্ষা। পশ্চিমবাংলা মুক্ত হলে ভারতবর্ষের চেহারাই পাল্টে যাবে।
উল্লেখ্য, ২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল আজ ঘোষিত হয়েছে। এরআগে দুই পর্যায়ে ৬ নভেম্বর ও ১১ নভেম্বর বিহারে ভোটগ্রহণ করা হয়।
