আগরতলা।।তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদলের রাজ্য সফর ঘিরে উত্তেজনা। গাড়ির অভাবে দর্ঘক্ষন তাঁদেরকে এমবিবি বিমান বন্দর চত্বরে আটকে থাকতে হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন তৃণমূল প্রতিনিধিরা।
তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদলের রাজ্য সফর ঘিরে প্রথমেই বাধার মুখে পড়তে হয়েছে।
আগরতলায় দলীয় কার্যালয়ে হামলার ঘটনা পরিদর্শনে এসেছেন ৩ তৃণমূল সাংসদ, দলের মুখপাত্র এবং অন্যান্য নেতৃত্ব। দুই ঘন্টার উপর তাঁদেরকে আগরতলা এমবিবি বিমান বন্দর চত্বরে আটকে থাকতে হয়। এটা শাসক দল বিজেপির ষড়যন্ত্র বলে অভিযোগ করেন তাঁরা। গাড়ি চালকদের হুমকী দিয়ে সরিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন সাংসদ সায়নী ঘোষ ও দলের মুখপাত্র কুনাল ঘোষ ।
ত্রিপুরা সফরে আসা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে অশোভন ও অগণতান্ত্রিক আচরণের অভিযোগ তুলেন তারা । এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রতিনিধি দলের সদস্যরা বিমানবন্দরের বাইরে ধর্ণায় বসে পড়েন। সায়নী বলেন, ত্রিপুরা থেকে সাধারণ মানুষ এবং বিজেপি নেতাকর্মীরা পশ্চিমবঙ্গে গেলে আমরা তাঁদেরকে সাদরে গ্রহণ করি। অথচ পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল নেতারা ত্রিপুরায় এলে তাদেরকে বাধা দেয়া হয়।
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, প্রশাসনের এই আচরণ পূর্ণরূপে উদ্দেশ্যপ্রণোদিত এবং বিজেপির প্ররোচনায় ঘটানো হয়েছে। তাঁদের অভিযোগ, রাজ্যের শাসক দল বিজেপির অঙ্গুলি হেলনেই প্রশাসন এই ধরনের অসহযোগিতা করছে, যাতে বিরোধী দল কোনও রাজনৈতিক কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে না পারে। তিনি আরও অভিযোগ করেন, শাসকদলের মদতেই সন্ত্রাসমূলক কার্যকলাপ চলছে, যেখানে বিরোধী দলের দফতর ভাঙচুর, কর্মীদের উপর আক্রমণ এবং এলাকায় ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে।
আমরা কোনোরকম ভয় বা চাপে মাথা নত করব না।
শেষ পর্যন্ত অবশ্য পুলিশি নিরাপত্তায় বিমানবন্দর থেকে চিত্তরঞ্জন রোডস্থিত তৃণমূল কার্যালয়ে পৌঁছেন পশ্চিমবঙ্গ থেকে আগত প্রতিনিধিরা।