আগরতলা: বিক্ষোভ মিছিল করে ইডি অফিস ঘেরাও করলো কংগ্রেস নেতা- কর্মীরা। কর্মসূচী থেকে মোদী সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ এনে তীব্র আক্রমণ শানেন কংগ্রেস নেতৃত্ব।
অভিযোগ নরেন্দ্র মোদী রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ইডি-কে ব্যবহার করে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করছে। এর প্রতিবাদ জানিয়ে দেশব্যাপী কর্মসূচীর অঙ্গ হিসেবে বুধবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ইডি অফিস ঘেরাও করা হয়। এদিন রাজধানী লাগোয়া এয়ারপোর্ট রোডের পঞ্চবটি এলাকা থেকে মিছিল শুরু করে কংগ্রেস কর্মী সমর্থকরা। মিছিলটি ধীরে ধীরে নতুননগর ইডি অফিসের সামনের দিকে এগিয়ে যায়।
মিছিল ইডি অফিসের সামনে পৌঁছানোর পর পুলিশের পক্ষ থেকে মিছিলকে আটকে দেওয়া হয়। সেখানে হয় সভা।
উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস, মহিলা ও যুব কংগ্রেস সভাপতি সহ অন্যরা। সর্বভারতীয় দুই নেতা- নেত্রীর বিরুদ্ধে ভুয়ো মামলা করা হয়েছে। যেসব অভিযোগ আনা হয়েছে এর কোন ভিত্তি নেই।মানুষের নজর অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই মামলা দায়ের করা হয়েছে বলে বিক্ষোভ সভায় অভিযোগ করেন বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ অন্যরা।