আগরতলা: বামফ্রন্ট নেতৃত্বের সাংবাদিক সম্মেলনের বিভিন্ন অভিযোগ খণ্ডন করে পাল্টা তোপ দাগলেন প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী।
শনিবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ত্রিপুরায় নেশার সাম্রাজ্য বামেদের হাত ধরেই তৈরি হয়েছিল। এর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হতো না। কিন্তু ২০১৮ সালে বিজেপি সরকারে আসার পরে নেশার সাম্রাজ্যকে গুঁড়িয়ে দেওয়ার জন্য সরকার প্রশাসনিক ভাবে সমস্ত পদক্ষেপ গ্রহণ করছেন। শুক্রবার বামেদের সাংবাদিক সম্মেলনের পাল্টা সাংবাদিক সম্মেলন করে এই মন্তব্য করেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। উনার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির মিডিয়া ইনচার্জ সুনিত সরকার। সাংবাদিক সম্মেলনে সুব্রত বাবু বলেন, চুরাইবাড়ি থেকে সাব্রুম পর্যন্ত কোটি কোটি টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত হচ্ছে এবং নেশা কারবারিরা ধরা পড়ছে।
তিনি বলেন, বাম নেতৃত্ব অবশেষে শিকার করেছেন বিপুল নেশা সামগ্রী আটক হচ্ছে। এর কাণ্ডারিরা ধরা পড়ছে। মুখপাত্র সরকারি চাকরির অফার বণ্টনের প্রসঙ্গ টেনে বাম নেতৃত্বের অভিযোগের পাল্টা দিতে গিয়ে বলেন, যারা যোগ্য তারাই চাকরি পাচ্ছেন স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে। আগামী দিনেও পাবেন। ব্লগ