আগরতলা।। বিরোধী দলের সমার্থক হওয়ায় দুষ্কৃতী হামলার অভিযোগ। বাধারঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চারিপাড়া এলাকায় এক বাড়িতে ও দোকানে দুষ্কৃতী হামলা। অভিযোগের তীর বিজেপির দিকে। গৃহকর্তার নাম হরি বণিক।

গৃহিনী স্বপ্না বণিক স্বীকার করেন, উনার পরিবার সিপিএমের সমর্থক বলে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। এর আগেও বেশ কয়েকবার উনার বাড়িতে ও টিফিনের দোকানে হামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে চারিপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন এক বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। হামলা চালানো হয় বাড়ির সামনে টিফিনের দোকানেও। দোকানের সমস্ত জিনিসপত্র ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। দুষ্কৃতীরা সবাই মুখে কালো কাপড় জড়িয়ে ছিল বলে অভিযোগ। গৃহিনী স্বপ্ন বণিক জানান, উনার দুই ছেলে জয় ও বিজয়।

আগেও একাধিকবার উনার দোকানে ও বাড়িতে হামলা হয়েছে। পুলিশকে জানালেই পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। বার বার এইভাবে দুষ্কৃতী হামলায় প্রচুর টাকার সম্মুখীন তিনি। তাই এখন নিরাপত্তার পাশাপাশি ক্ষতিপূরণের দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *