আগরতলা :ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের আহবানে বুধবার এস আর আই -এর নামের বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের বাংলাদেশি ও রোহিঙ্গা বলে যেভাবে আক্রমণ করছে তার প্রতিবাদ জানিয়ে দুই ঘন্টার গন অবস্থান সার্কিট হাউস গান্ধী মূর্তির সামনে আসতেই পুলিশ বাধা দেয় এবং সেখানেই তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীগণ রাস্তা অবরোধ করে।
এস আই আর এর নামে বিরোধীদের হয়রানির প্রতিবাদে বুধবার সার্কিট হাউস গান্ধী মূর্তির পাদদেশে ২ ঘন্টার ধারণা সংঘটিত করে তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি শান্তনু সাহা জানান, এস আই আর নামক অরাজ কতার বিরুদ্ধে এই কর্মসূচি।তিনি বলেন, ভারতের নির্বাচন কমিশন ত্রিপুরা রাজ্যে এখনো এস আর আই করার সিদ্ধান্ত জানাননি।
তারপরেও বেশ কিছুদিন ধরে বিভিন্ন বিধানসভায় বিজেপির লোকজন ও বি এল ও,বি এল এ – রা রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে নানা ভাবে সাধারণ মানুষের কাছে নথি চেয়ে বিভ্রান্ত করছে। তিনি আরো অভিযোগ করেন, ২০০২ সালের বিধানসভার ভোটার লিস্টের নাম ও জন্মের নথি চাইছে। বিভিন্ন জায়গায় প্রকৃত ভোটারদের বাংলাদেশী বলে আখ্যায়িত করা হচ্ছে।
বাঙ্গালীদের উপর অত্যাচার করা হচ্ছে।কখনো রোহিঙ্গা ও বলা হচ্ছে। তার পাশাপাশি বিজেপির বাঙালি বিরোধী মনোভাব ও সরকারের বাঙালি বিরোধী মনোভাবের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আন্দোলন সংঘটিত করছে আগামী দিনও করবে।তিনি বলেন বাঙ্গালীদের এইভাবে হয়রানি হেনস্তা কোন ভাবেই তৃণমূল কংগ্রেস মানবে না। তিনি জানান পশ্চিমবঙ্গে বাঙালি বিরোধী মনোভাবের সেখানে এসআইআর এর জন্য এখনো পর্যন্ত ৩৫ থেকে ৩৭ জনের মৃত্যু হয়েছে।
ত্রিপুরায় এস আই আর নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান রাখেন শান্তনু সাহা। এর পাশাপাশি তিনি বলেন প্রায় ৮ থেকে ১০ দিন আগে তৃণমূল কংগ্রেস ২৬ শে নভেম্বর কর্মসূচি পালন করবে বলে পুলিশ প্রশাসনকে জানালেও পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসকে কিছুই জানায়নি। উপুরন্ত আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচিকে বাধা দিয়ে আটকানোর চেষ্টা করেছে পুলিশ।
তার প্রতিবাদেই তারা সার্কিট হাউস এলাকায় পথ অবরোধে বসে পড়ে। প্রাসঙ্গত, মঙ্গলবার তিপ্রা মথার ছাত্র সংগঠন ত্রিপুরার স্টুডেন্ট ফেডারেশন পুলিশের অনুমতি ছাড়াই সার্কিট হাউস এলাকায় রোমান স্ক্রিপ্ট এর দাবিতে কর্মসূচি পালন করে।
সেখানে পুলিশ অত্যন্ত নরম ভদ্র ব্যবহার করে কর্মসূচি সফল করার চেষ্টা করে বলে বিভিন্ন রাজনৈতিক মহলের অভিযোগ।বিরোধীদল গুলি আগাম কর্মসূচির পারমিশন নিলেও পুলিশ বাধা সৃষ্টি করছে।
