আগরতলা।।আসন্নএ ডি সি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বিজেপি। বিজেপি জনজাতি মোর্চা স্টেট গেস্ট হাউসে চিন্তন বৈঠকে বসে। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং জনজাতি মোর্চার শীর্ষ নেতৃত্ব।

এ ডি সি নির্বাচনকে সামনে রেখে বিজেপি জনজাতি মোর্চা বৃহস্পতিবার স্টেট গেস্ট হাউসে চিন্তন বৈঠকে বসে। পাহাড়ে বিজেপি’দলের ভিত মজবুত করতে মূলত এই বৈঠক । বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, মন্ত্রী বিকাশ দেববর্মা সহ উপজাতি নেতারা। বৈঠকে এ কদিকে যেমন সাগঠনিক বিষয়ে আলোচনা হয়, দলকে পাহাড়ে শক্তিশালী করে বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়েছে অন্যদিকে আগামী দিনে জনজাতিদের উন্নয়নের জন্য দিশা নির্ধারণকরা হয়েছে বলে সূত্রের খবর।

এদিন এক প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় জনতা পার্টির দেশের সর্ববৃহতম দল। ভারতীয় জনতা পার্টি সমাজে পিছিয়ে পড়া জনজাতির উন্নয়নের কাজ করে যাচ্ছে। রাজ্যে বর্তমানে ২০টি গুষ্ঠির জনজাতি রয়েছে। আগামীদিনে কিভাবে তাঁদের উন্নয়ন করা যায় সেই বিষয়টি দেখা হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুশাসন পৌঁছে গেছে সমতল থেকে পাহাড়ে। দেশের জনজাতি সমাজের আর্থ-সামাজিক ও রাজনৈতিক উত্থানে ভারতীয় জনতা পার্টির সরকারের সংকল্পবদ্ধ প্রয়াস সুফল বয়ে আনছে।

বৈঠকে আগামী দিনে জনজাতিদের উন্নয়নের জন্য দিশা নির্ধারণ করা হবে। এদিকে, প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্যং বলেন, ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার উদ্যোগে চিন্তর বৈঠকের আয়োজন করা হয়েছে। আগামীদিনে কিভাবে জনজাতির মোর্চাকে আরও শক্তিশালী করে তুলা যায় সেই দিশায় কাজ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *