আগরতলা ।।আগামী এডিসি নির্বাচনে ২৮ টি আসনের মধ্যে ২৮ টি তে ই জয়লাভ করবে ভারতীয় জনতা পার্টি। জনজাতিদের উন্নয়নে এই সরকার প্রতিশ্রুতি বদ্ধ।বিজেপি একবার এডিসি তে আসলে সবকিছু হবে।আগামী এডিসি নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা জনিত পরিবেশের অবনতি করার চেষ্টা করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

টাকার জলায় মন্ডলের উদ্যোগে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সম্মেলনে এই কথা বললেন রাজ্যের অর্থমন্ত্রী প্রাণ জিত সিংহ রায়। বুধবার ১২ টাকার জলা মন্ডলের উদ্যোগে সুবা চন্দ্র এলাকায় বিজেপির কার্যকর্তা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রাণ জিত সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, সিপাহী জলা উত্তরাংশের সভাপতি বিপ্লব চক্রবর্তী, এম ডি সি সঞ্জিত রিয়ং, মন্ডল সভাপতি সহ অন্যান্য কার্যকর্তা গন। অনুষ্ঠানে মন্ত্রী প্রাণজিত সিংহ রায় আরো বলেন, জনজাতি অংশের মানুষের সার্বিক উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে বিজেপি নেতৃত্বাধীন সরকার।জনজাতি দের সমস্ত দাবি দাওয়া পূরণ করা হবে। তিনি বলেন রাজ্যের জনজাতিরা অত্যন্ত সহজ সরল মানুষ। তাদের এই সহজ সরল কমল মতির মনকে কাজে লাগিয়ে কিছু স্বার্থান্বেষী ব্যক্তিগত লাভা লাভের প্রশ্নে ক্ষমতার স্বাদ ভোগ করতে চায়।সেই জায়গায় থেকে জনজাতিদের মুক্ত করে প্রকৃত তথ্য ও সত্য বিষয় তুলে ধরছে বিজেপি। তার জন্য মুখ্যমন্ত্রী কয়েকদিন ধরে জনজাতীয় অঞ্চলে সভা করছেন। ছলচাতুরি করে উল্টাপাল্টা বুঝিয়ে বিভ্রান্ত করে কিছু হবে না।

মন্ত্রী বলেন, যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্র এ এবং গণতান্ত্রিক রাজ্যে নির্বাচন স্বাভাবিক। এই নির্বাচনে সব রাজনৈতিক দল তাদের চিন্তা চেতনা ভাবনা, তারা কি করবে এবং তাদের নীতি আদর্শ তুলে ধরবে। দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গত আট বছর যাবত রাজ্যে উন্নয়নের কর্মকান্ড চলছে। এখন প্রশ্ন হচ্ছে এই উন্নয়নের রাজ্যের মানুষের কাছে কতটা পৌঁছছে।সেটা মানুষই বলতে পারবে। রাজ্য সরকার জনজাতিদের উন্নয়নের জন্য সব কিছু করছে। দরকার হলে আবারও পবিত্র বিধানসভায় সব তথ্য দিতে প্রস্তুত রাজ্য সরকার। তিনি তথ্য দিয়ে বলেন, ২০২৪ এবং ২৫ এর রাজ্যের উন্নয়নের জন্য যে ফান্ড খরচ ধরা হয়েছিল, তার থেকে ৪০ শতাংশ অর্থ শুধুমাত্র এডিসি এলাকার উন্নয়নের জন্য রাজ্য সরকার বরাদ্দ করেছে।২০২৫-২৬ এ রাজ্যে উন্নয়নের খাতে বরাদ্দকৃত অর্থের ৭,১৮৩ কোটি টাকা শুধু মাত্র এডিসি এলাকার উন্নয়নে খরচ করার জন্য প্রস্তাব রাখা হয়েছে।

এদিনের অনুষ্ঠানে ২০ টি পরিবারের ৬০ জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে পদ্ম শিবিরে যোগদান করেন।নবাগতদের দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন অর্থমন্ত্রী প্রাণ জিত সিংহ রায় সহ অন্যান্য অতিথিরা। মন্ত্রী তাদের সকলকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *