দিল্লি : ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রেখা গুপ্তাকে বিধানসভার নেতা হিসেবে ঘোষণা করায় দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষার অবসান ঘটল। ২০ ফেব্রুয়ারি রামলীলা ময়দানে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে শপথ নেবেন রেখা গুপ্তা।

বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে দলের সদর দফতরে নবনির্বাচিত সব বিজেপি বিধায়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।বিজেপি নেতারা জানিয়েছেন যে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সাথে পুরো মন্ত্রিসভাও শপথ নেবে।

বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। দুপুর ১২.৩৫ মিনিটে লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা রেখা গুপ্ত এবং মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করাবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *