আগরতলা: জঙ্গি হামলার ঘটনা নিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হ্যঙ্কার ছাড়লেন। তিনি বললেন যারা হামলা চালিয়েছে, তাদের কাছেও পৌঁছে যাব এবং যারা পর্দার আড়ালে বসে ভারতের মাটিতে এই নৃশংসা ঘটনা ঘটানোর ষড়যন্ত্র রচনা করেছে তাদের কাছেও। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে প্রায় ২৭ পর্যটকের।

আহত হয়েছেন অনেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান। জঙ্গিদের আক্রমণে নিহত পরিবার গুলির পাশে দাঁড়ান অমিত শাহ। বুধবার তিনি দেখা করেন নিহতদের পরিবারের সঙ্গে। তাঁদের সান্ত্বনা দেন, আশ্বাস দেন—জঙ্গিদের কোনওভাবেই ছাড়া হবে না।দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হবে বলেও আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ বলেন জঙ্গিরা পালাতে পারবে না। প্রতিশোধ নেওয়া হবে জঙ্গিদের বিরুদ্ধে। তিনি আরও জানান কাশ্মীরকে সন্ত্রাস মুক্ত করতে বদ্ধপরিকর সরকার। ঘটনার তদন্ত ও জঙ্গিদের খুঁজে বের করতে কেন্দ্র ও জম্মু- কাশ্মীর প্রশাসন একসঙ্গে নেমেছে।

উল্লেখ্য মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁও-এ আচমকা জঙ্গি হামলা চলে পর্যটকদের উপরে। এতে প্রায় ২৭ জন নিহত হয়। আহত হয়েছে কয়েকজন। জঙ্গিদের খোঁজে এলাকায় চলছে সেনার চিরুনি তল্লাশি। এদিকে সৌদি আরব সফর কাটছাঁট করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *