ওয়েব ডেস্ক জনদর্পন।। ভারতের ১৫-তম উপরাষ্ট্রপতি হিসেবে সি.পি. রাধাকৃষ্ণন আজ শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, শ্রী রাধাকৃষ্ণনকে শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, জে পি নাড্ডা, পীযূষ গোয়েল এবং নীতিন গড়কড়ি সহ অন্যরা। উল্লেখ্য, চলতি মাসের ৯ তারিখে অনুষ্ঠিত উপরাষ্ট্রপতি নির্বাচনে NDA মনোনীত রাধাকৃষ্ণন ৪৫২ টি ভোট পেয়ে আই.এন.ডি.আই.এ. প্রার্থী, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডিকে পরাজিত করেন।

ব্যবধান ছিল ১৫২ ভোটের। এদিকে, শপথ গ্রহণের পর শ্রী রাধাকৃষ্ণান রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *