দিল্লি: রাজধানী দিল্লির ঐতিহাসিক লালকেল্লা সংলগ্ন এলাকায় আজ সকালেই ঘটে গেল জোড়া বিস্ফোরণের ঘটনা। পর্যটক ও সাধারণ মানুষের ভিড় থাকা সত্ত্বেও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। ঘটনাস্থলের নিরাপত্তা জোরদার করতে তৎপর হয়েছে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী।

সাক্ষী সূত্রে জানা যায়, সকাল প্রায় ১০টা ২০ মিনিট নাগাদ প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায় লালকেল্লার মুখ্য প্রবেশদ্বারের কাছে। এর মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে পাশের পার্কিং জোন এলাকায়। বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে সৃষ্টি হয় হুড়োহুড়ি।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান — স্বল্পশক্তির ইম্প্রোভাইজড ডিভাইস (IED) ব্যবহার করা হয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করেছে। তবে এখন পর্যন্ত কোনো সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি।

দিল্লির পুলিশ কমিশনার জানিয়েছেন —

“ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল এলাকা ঘিরে ঘটায় আমরা বিশেষ সতর্কতা নিয়েছি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং আশেপাশের এলাকায় চেকিং জোরদার করা হয়েছে।”

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও ঘটনাকে গুরুত্ব দিয়ে NIA-র সঙ্গে সমন্বয় রক্ষা করে তদন্তে নেমেছে। শহরের অন্যান্য সম্ভাব্য গুরুত্বপূর্ণ স্থাপনাতেও নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে।

ঘটনায় কয়েকজন লোক সামান্য আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাঁদের নিকটবর্তী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর লালকেল্লা প্রাঙ্গণে সাধারণ মানুষের প্রবেশ সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *