আগরতলা : কাশ্মীরে পর্যটকদের উপর হামলাকারীদের কল্পনাতীত সাজা দেওয়া হবে। বৃহস্পতিবার এই কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পর্যটকদের উপর হামলার ঘটনায় যুক্তদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন এই হামলা শুধু পর্যটকদের ওপর নয়, এটা ভারতের আত্মার ওপর হামলা। হামলাকারী ও ষড়যন্ত্রকারীরা কল্পনাও করতে পারবে না, তাদের কী শাস্তি হতে চলেছে। বৃহস্পতিবার বিহারের মধুবনিতে এক অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে কাশ্মীরের পহেলগাঁও-এ পর্যটকদের উপর জঙ্গিরা হামলা করে। নিরীহ লোকদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, হামলাকারী ও ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে শাস্তি দেবে ভারত। ১৪০ কোটি মানুষের ইচ্ছাশক্তি নিয়ে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেওয়া হবে। কল্পনাতীত সাজা দেওয়া হবে হামলাকারীদের। এদিন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জঙ্গিদের হামলায় নিহতদের শ্রদ্ধা জ্ঞাপন করে নীরবতা পালন করেন।
উল্লেখ্য ২২ তারিখ পহেলগাঁও-এ পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। এতে প্রায় ২৮ জন পর্যটকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কয়েকজন। জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি সেনাবাহিনীর।