আগরতলা: বর্তমান সরকার স্বচ্ছতার মাধ্যমে সরকারি চাকরি দিয়ে থাকে। সমস্ত দপ্তরের শুন্যপদ গুলি পূরণের জন্য সরকারের তরফে কাজ চলছে। ক্রমান্বয়ে বিভিন্ন দপ্তরে নিয়োগ চলছে।
শনিবার অর্থ দপ্তরের অধীন ক্ষুদ্র সঞ্চয় দপ্তরে ১১ জন চাকরি প্রাপকের হাতে অফার বিলি অনুষ্ঠানে একথা বললেন অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়। তিনি আরও বলেন, রাজ্যে এক সময় চিটফান্ডের কারণে লাখ লাখ মানুষ প্রতারিত হয়েছেন। অর্থ দপ্তরের অধীন সক্ষুদ্র সঞ্চয় গোষ্ঠী বীমা ও প্রাতিষ্ঠানিক অর্থ পরিদর্শক পদের জন্য অফার বিতরণ বিলি করা হয় এদিন। রাজধানীর গুর্খাবস্তী প্রাতিষ্ঠানিক অর্থ অধিদপ্তর-র অফিসের কনফারেন্স হলে হয় অফার বিলি অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মন্ত্রী ছাড়াও অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়, স্বল্প স্নছ্যের অধিকর্তা রাখী বিশ্বাস। এদিন মন্ত্রী সহ আধিকারিকরা অফার তুলে দেন চাকরি প্রাপকদের হাতে। টি পি এস সির মাধ্যমে ১১ জনকে নিয়োগ করা হয়। অফার পেয়ে খুশি চাকরি প্রাপকরা।
মন্ত্রী এদিন বলেন, স্বল্প সঞ্চয় দপ্তরের সঙ্গে রাজ্যের উন্নয়ন বিভিন্ন ভাবে জড়িত। অফার প্রাপকদের উদ্দেশ্যে মন্ত্রী আহ্বান রাখেন দক্ষতা ও দায়িত্বশীলভাবে কাজ করার জন্য।