আগরতলা: দুই বছর অতিক্রান্ত হওয়ার পরেও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি ফায়ার সার্ভিসে ফায়ারম্যান ও ড্রাইভারের। অভিযোগ চাকরি প্রত্যাশীরা বাড় বাড় দাবি জানিয়ে এলেও সরকার নিয়োগ প্রক্রিয়া করছে না। এক প্রকার থমকে আছে। এতে হতাশ চাকরি প্রত্যাশীরা। তাই নিয়োগের দাবিতে বুধবার ফের পথে নামে চাকরি প্রত্যাশীরা।
তারা এদিন ফায়ার সার্ভিসের সদর দপ্তরে স্মারকলিপি জমা দেয়। ত্রিপুরা ফায়ারে এন্ড ইমারজেন্সি সার্ভিস দপ্তরে ফায়ারম্যান ও ড্রাইভার নিয়োগের জন্য শারীরিক পরীক্ষা নেওয়া হয় ২০২২ সালে। পরবর্তী সময় ২০২৪ সালে লিখিত পরীক্ষা ও ভাইবা টেস্ট নেওয়া হয়। লিখিত পরীক্ষা ও ভাইবা টেস্ট নেওয়ার পর নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ হয়ে যায়। এখনো পর্যন্ত প্রকাশ করা হয় নি মেধা তালিকা। তাই চাকুরি প্রত্যাশীরা বুধবার প্রথমে উমাকান্ত স্কুলের সামনে সমবেত হয়।
সেখান থেকে রেলি করে তারা ত্রিপুরা ফায়ারে এন্ড ইমারজেন্সি সার্ভিস-র সদর দপ্তরের সামনে গেলে পুলিস পথ আটকায়। পরে প্রতিনিধি দল কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে দাবি জানায়।