আগরতলা: রাজ্য মন্ত্রিসভার প্রায় প্রতিটি বৈঠকেই রাজ্যের বেকারদের জন্য শূন্যপদ পূরণ কিংবা বিভিন্ন দপ্তরে নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবারের মন্ত্রীসভার বৈঠকেও এর ব্যতিক্রম হয়নি।
মন্ত্রীসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্তের কথা বুধবার সাংবাদিক সম্মেলনে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন বিকেলে মহাকরণে সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী জানান, রাজ্যের ১২৫ টি বিদ্যাজ্যোতি স্কুলের জন্য কম্পিউটার সায়েন্স পি জিটি শিক্ষক নিয়োগ করা হবে ১১৮ জন। তিনি জানান ছাত্র-ছাত্রীদের কম্পিউটার শিক্ষা সঠিক ভাবে প্রদান করার জন্য নিয়োগ করার অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা এবং দ্রুত নিয়োগ করা হবে। টি আর বি টির মাধ্যমে নিয়োগ করা হবে। মন্ত্রীসভার সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে মন্ত্রী আরও জানান খাদ্য দপ্তরের অধীন ৩৫ জন সিনিয়র স্টোর গার্ডের শুন্যপদ পূরণের অনুমোদন দেওয়া হয়েছে। জে আর বি টির মাধ্যমে গ্রুপ- সি পদে এই লোক নিয়োগ করা হবে।
মঙ্গলবার আগরতলায় জনসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ খাদ্য দপ্তর নিয়ে যেসব অভিযোগ করেছেন এর প্রতিবাদ জানান খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি দাবি জানান, স্বচ্ছতার মাধ্যমে রেশনশপে ভোক্তাদের সামগ্রী দেওয়া হচ্ছে।