আগরতলা।।রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে স্বাস্থ ও শিক্ষা দপ্তরও রয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।

মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন দপ্তরে মোট ১৬৪৭টি শূন্য পদ পুরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে ছয় জন ডেন্টাল মেডিকেল অফিসার গ্রুপ ফোর নিয়োগ করা হবে।

টিপিএসসির মাধ্যমে এই ছয়টি ডেন্টাল মেডিকেল অফিসারের শূন্য পদ পুরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিন মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাধ্যমে ৯১৫ জন পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিসভা ।

রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে পোস্ট গ্রাজুয়েট টিচারের স্বল্পতা পূরণের লক্ষ্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি আরো জানান, টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা অর্থাৎ টিআরবিটি ৯১৫ জন শিক্ষককে নিয়োগ করবে ।এই পরীক্ষায় বসতে গেলে পরীক্ষার্থীদের ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি অবশ্যই বি এড থাকতে হবে বলে জানান তিনি ।

সাংবাদিক সম্মেলনে মন্ত্রী আরো জানান, ন্যাশনাল ল ইউনিভার্সিটির অধীন ২৬ টি শুন্য পদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডেপুটি রেজিস্টার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্টারের পোস্ট রয়েছে।

এগুলি ন্যাশনাল ল ইউনিভার্সিটি নিজস্ব রিক্রুটমেন্ট রুলস অনুসারে কর্তৃপক্ষ নিয়োগ করবে বলে জানান তিনি। এদিনের মন্ত্রিসভার বৈঠকে স্থির বেতনে ৭০০ টি গ্রাজুয়েট টিচারের শূন্য পদ পূরণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবম এবং দশম শ্রেণির জন্য এই গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী শ্রী চৌধুরী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *