আগরতলা।।২০২২ সালে পরীক্ষা দেওয়া এসটিজিটি পরীক্ষার্থীরা তাদের দীর্ঘদিনের দাবি নিয়ে পুনরায় শিক্ষা ভবনে শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে শুক্রবার।
এ বিষয়ে ছাত্র-ছাত্রীদের অভিমত, গত তিন বছর ধরে রাজ্য সরকারের কাছে ফলাফল প্রকাশের দাবি জানানো হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে সে বিষয়ে সরকার কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না। তাছাড়া তাদের অভিযোগ অন্যান্য দপ্তরে নিয়ম মাফিক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও শুধুমাত্র তাদের কথা সরকার ভেবে দেখছে না।
অন্যদিকে বিভিন্ন বিদ্যালয় গুলিতে শিক্ষক স্বল্পতা নিয়ে প্রায় প্রতিদিন খবরের শিরোনামে উঠে আসছে। কিন্তু তাতেও কোন ধরনের হেল দোল নেই দপ্তরের। তাই সরকারের কাছে অতিসত্বর নিয়োগের দাবি রাখে তারা।