আগরতলা: রাজধানীর শিশু উদ্যানে হোলি উৎসব ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা যুবক- যুবতীদের মধ্যে।শনিবার জাঁকজমকপূর্ণভাবে হোলি উৎসব উদযাপন করা হয় একটি সংস্থার তরফে।একটি বেসরকারি সংস্থার তরফে সুশৃঙ্খল ভাবে বসন্ত উৎসব উদযাপন করা হয়।
এই হোলি উৎসবের উদ্বোধন হয় আগরতলা ইসকন মন্দিরের প্রভুদের হাত ধরে। উৎসব উপলক্ষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যুবক- যুবতীরা অংশ নেন। একে অপরকে রঙে রাঙিয়েজ্ঞানের তালে তালে আনন্দে মেতে উঠেন। সমাজের বিভিন্ন পেশার মানুষ এদিনের অনুষ্ঠানে শামিল হন। উৎসবকে কেন্দ্র করে কোথাও যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য নিরাপত্তার দিকেও নজর দিয়েছে আয়োজকরা।
এই উৎসবে অংশ নেওয়া যুবক- যুবতীরা দিনটি বেশ আনন্দে উপভোগ করেছেন বলে তারা জানান। এদিকে ইসকনের এক প্রভু জানান, হোলি উৎসব সত্য যুগ থেকে চলে আসছে।সকলেই এতে শামিল হয়েছেন।