আগরতলা।।রাজ্যে ব্যাপক উচ্ছাস উদ্দীপনার মধ্যে দিয়ে কিশোর কিশোরী তরুণ তরুণীরা বন্ধুত্ব দিবস পালন করে। বিশ্বের বেশ কিছু দেশের মতো ভারতেও আগস্ট মাসের প্রথম রবিবার জাতীয় বন্ধুত্ব দিবস হিসেবে উদযাপন করা হয়। জাতিসংঘ ৩০ জুলাই দিনটিকে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসেবে ঘোষণা দিয়েছে।

আগস্ট মাসের প্রথম রবিবার অর্থাৎ আজ ৩রা আগস্ট দেশ জুড়ে বন্ধুত্ব দিবস পালিত হচ্ছে। বিভিন্ন জন বিভিন্ন ভাবে দিনটি পালন করে । বন্ধুত্ব একে অপরকে সমস্ত উত্থান-পতন অতিক্রম করার শক্তি দেয়। সাফল্য এবং ব্যর্থতা ভাগ করে নেওয়া থেকে শুরু করে একে অপরকে সবরকম সহযোগিতা করে। আজকের দিনটি রাজ্যেও বিভিন্নভাবে পালন করতে দেখা যায়। বিশেষ করে কিশোরে কিশোরী তরুণ তরুণীরা নিজেদের মধ্যে নানা ভাবে দিনটি উপভোগ করে।

কোথাও প্লাকার্ড হাতে নিয়ে, কোথাও একে অপরের হাতে বন্ধুর নাম লিখে শুভেচ্ছা বিনিময় করে।গোটা দিন বন্ধুদের সঙ্গে আনন্দ ফুর্তিতে কাটায় এরা। একে ওপরের সঙ্গে ভবিষ্যতেও বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দেয়। তাদের অভিমত বন্ধুর সহযোগিতা ছাড়া বন্ধু এগিয়ে যেতে পারে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *