আগরতলা: প্রতি বছর বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস উদযাপন করা হয় রাজ্যে। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। বিশ্ব নাট্য দিবসে শিল্পতীর্থ ও সম্মিলিত নাট্য প্রয়াসের যৌথ উদ্যোগে বিশ্ব নাট্য দিবসে আগরতলায় হয় অনুষ্ঠান।

এদিন বিকেলে আগরতলা শহরে হয় নাট্যজনদের পথযাত্রা। রাজধানীর প্যারাডাইস চৌমুহনি থেকে বের হয় পদযাত্রা। গানে গানে শহরের বিভিন্ন পথ ঘুরে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে হয় নাট্য সংগীত। এদিনের পদযাত্রায় বিভিন্ন বয়সের নাট্য প্রেমীরা অংশ নেয়। এদিনের পদযাত্রা থেকে বার্তা দেওয়া হয় বিশ্বজুড়ে নাট্য ক্লার প্রচারে সকলকে শামিল হওয়া, নাটক শান্তির এক এবং অন্যতম সংস্কৃতি। এদিন শিল্পতীর্থের সম্পাদক কার্ত্তিক বণিক জানান, নাটক শান্তির বার্তা বহন করে।

পৃথিবী আজ অস্থির। এই অস্থির সময়ে শান্তির বার্তা বহন করবে নাট্যকলা। নাট্যকলার মধ্য দিয়ে শান্তির বার্তা পৌঁছে দিতে এই পদযাত্রা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *