আগরতলা: সম্প্রতি কোলকাতার একটি টিভি চ্যানেলে জনপ্রিয় রিয়েলিটি শো থেকে অত্যন্ত কম বয়সে ওনার মেয়ে রাজস্মিতা বড়দের সাথে টেক্কা দিয়ে শিরোপা দখল করেছে।
ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল করল রাজস্মিতা দাস।বাড়ি সেকেরকোটে। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে রাজস্মিতার বাবা রাজীব দাস সাংবাদিক সম্মেলন করে জানান, সঠিক উদ্দেশ্য ও অদম্য চেষ্টা থাকলে সব সফলতাকে অর্জন করা যায়। সে ফাইনাল রাউন্ডে বিচারক কিম জং চ্যাটার্জি চিহ্নিত করা গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছে। তার গান শুনে মুগ্ধ হন বিচারক কিম জং। তার এই জয় রাজ্যবাসীর জন্য গর্বের। এ বিষয়ে তার বাবা আরো জানান, মেয়ে রাজস্মিতা মাত্র পাঁচ বছর বয়স থেকে তার মার কাছ ঠেকের গানের তালিম নেওয়া শুরু করে।
গত কয়েক মাস আগে সে কোচবিহারে অডিশন দেয়। তারপর সে নির্বাচিত হয় রিয়েলিটি শো-র জন্য। সেখানে ১৮ জন প্রতিযোগির মধ্যে সে জয়ী হয়। তার সাফল্যে সকলে খুশি।