আগরতলা: প্রতিবছরের মতো এবছরও বর্ষবরণ ও বর্ষবিদায়ের আয়োজন করছে কাব্যলোক। দুইদিন ব্যাপী অনুষ্ঠান শুরু হবে ১৪ এপ্রিল। আগরতলার তুলসীবতী বালিকা বিদ্যালয়ের মুক্ত মঞ্চে হবে।
বিগত ২৭ বছর ধরে কাব্যলোক আয়োজিত বর্ষবিদায় এবং বর্ষবরণ অনুষ্ঠানটি রাজ্যের সংস্কৃতির অঙ্গণে এক ঐতিহ্যের সৃষ্টি করেছে। মূলত বাংলা কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরতে এবং নিরবিচ্ছিন্নভাবে এই সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে কাব্যলোকের এই প্রয়াস। এবারের অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব গৌতম হালদার এবং মুম্বাই-এর সিনহা সিস্টার্স সহ শান্তিনিকেতনের বাউল শিল্পীদল এই বছরের আয়োজনে অংশ নেবে। ঢাক, ঢোল, কাশী, উলুধুনি ও শঙ্খ ধ্বনির মাধ্যমে এই অনুষ্ঠানের অনুষ্ঠানিক সূচনা হবে।
রবিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান কাব্য লোকের পদাধিকারিরা। তারা আরো জানান দু’দিনের কাব্য লোকের এই আয়োজনে নববর্ষের সন্ধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্বগণ উপস্থিত থাকবেন। প্রতিবছর অনুষ্ঠান ঘিরে ব্যাপক সাড়া পড়ে।