আগরতলা।।অবশেষে এক সপ্তাহ পর দপ্তর পেলেন নতুন মন্ত্রী কিশোর বর্মণ । তাকে তিনটি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার মন্ত্রী কিশোর বর্মণকে পঞ্চায়েত, উচ্চ শিক্ষা এবং সাধারণ প্রশাসন(রাজনৈতিক) দফতরের দায়িত্ব দেওয়া হয় । মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তাঁকে ওই দফতরগুলির দায়িত্ব দিয়েছেন। এই দপ্তরগুলি আগে মুখ্যমন্ত্রীর হাতে ছিল। রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা এই মর্মে […]