এই খবরের কোনো ভিডিও নেই |
খেলার জগতের উন্নয়নের লক্ষ্যে খেলাধুলার মাঠকে জাতীয়স্তরে পরিকাঠামো গত ব্যবস্থা করে , খেলোয়ার তৈরি করার উদ্দেশ্যেই রাজ্য সরকার কাজ করে চলছে : ক্রীড়া মন্ত্রী
খেলাধুলা / Sports
March 16, 2022, 7:53 p.m.
নিজস্ব প্রতিনিধি জনদর্পন : পাঁচ কোটি টাকা ব্যয়ে বিলোনিয়ার বিকেআই মাঠ হবে সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ। যুব কল্যান ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন হয় বুধবার দুপুরে । রাজ্যের খেলাধুলার দিক থেকে পরিকাঠামোগত উন্নয়ন করে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন বিভাগে খেলোয়াড়দের বের করে এনে রাজ্য জাতীয় স্তরে পাঠানোর লক্ষ্য নিয়ে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে রাজ্যের ক্রীড়া জগতের পরিকাঠামোগত উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে । সিপাহীজলা জেলা ও পশ্চিম ত্রিপুরা জেলার পর দক্ষিণ ত্রিপুরা জেলা সদর বিলোনিয়া বিকেআই মাঠকে তৈরি করা হবে সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ । জেলার ফুটবল প্রেমি, খেলোয়াড় সহ ক্রীড়া দপ্তরের আধিকারিকদের উপস্থিতির মাঝেই আজ দপ্তরের মন্ত্রী ফলক উন্মোচন করে ভিত্তি প্রস্তর স্থাপন করেন । সাথে ছিলেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, বিলোনিয়া পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ , ক্রীড়া দপ্তরের আধিকারিক , বিশিষ্ট সমাজ সেবি গৌতম সরকার সহ অন্যান্য অতিথিরা ।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের ভিত্তি প্রস্তর স্থাপনের কর্মসুচির উদ্ধোধন হয় । এই দিনের আয়োজিত কর্ম সুচিতে যোগাও প্রদর্শিত হয় । এছাড়া এই দিনের আয়োজিত কর্মসুচিতে ক্রিড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিরা শারীরিক শিক্ষকদের হাতে তুলে দেন ক্রীড়া সামগ্রী ।
যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আলোচনা রাখতে গিয়ে , শারিরিক শিক্ষকদের উদ্দ্যেশে বলেন খেলার সামগ্রী অভাব হবে না আপনাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে খেলোয়ার তৈরি করা । রাজ্যে 206 টি সেন্টার রয়েছে এরমধ্যে দক্ষিণ জেলায় 24 টি সেন্টার রয়েছে । এই সেন্টার গুলিতে খেলার সামগ্রীর অভাবে ছেলে, মেয়েদের ,খেলোয়ারদের প্র্যাকটিস এর মধ্যে যেন কোনো বাধা না আসে সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী । প্রায় 94 লক্ষ টাকা ব্যয় করে খেলার সামগ্রী ক্রয় করা হয়েছে । পাশাপাশি খেলার জগতের উন্নয়নের লক্ষ্যে খেলাধুলার মাঠকে জাতীয়স্তরে পরিকাঠামো গত ব্যবস্থা করে , খেলোয়ার তৈরি করার উদ্দেশ্যেই রাজ্য সরকার কাজ করে চলছে বলে জানান মন্ত্রী । তিনি আরো বলেন অর্থ দপ্তরের অনুমোদন পেলেই এক মাসের মধ্যে 10 জন জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর নিয়োগ করবেন বলেও জানান ।
পাশাপাশি এই দিন ঋষ্যমুখ ব্লকের জয়কাত পুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী । প্রদীপ প্রজ্জ্বলন ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হয় জয়কাতপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সুচনা হয় । মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও এইদিনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়া পৌর পরিষদের কাউন্সিলর শুসংকর ভৌমিক, বিশ্ব পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বকুল দেবি দেবনাথ সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য অতিথিরা । বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হোয়ার আগে বিদ্যালয় ছাত্র ছাত্রীদের দ্ধারা পরিবেশিত হয় পিটি । এরপরেই মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিনের অনুষ্ঠান মঞ্চে আলোচনা রাখেন । বিলোনিয়া ও ঋষ্যমুখ ব্লকের কর্মসূচিতে যোগদান করার জন্য আগরতলা থেকে মন্ত্রী সুশান্ত চৌধুরী বিলোনিয়া মনুর এলাকায় আসার পর যুব মোর্চার কার্যকর্তা সহ বিজেপি কার্য কর্তারা সংবর্ধনা প্রদান করে । সংবর্ধনা প্রদান করার পরেই যুব মোর্চার কার্য কর্তারা ও কর্মকর্তারা বাইক রেলি আয়োজন করে । সেখান থেকে মন্ত্রী সুশান্ত চৌধুরী কে সাথে নিয়ে শুরু হয় বাইক রেলি । এই বাইক রেলি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে , জয়কাতপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে নিয়ে যাওয়া হয় বাইক রেলির মধ্য দিয়ে মন্ত্রিকে ।