ওয়েব ডেস্ক জনদর্পন : গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী
বাজেট ঘোষণা করেনে। বাজেটে অনেক জিনিসের দাম বেড়েছে আবার অনেক জিনিসের দাম কমেছেে।।এক্ষেত্রে প্রথমেই বলে রাখা ভালো, এই বাজেটে আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে কোন ছাড় দেওয়া হয়নি। তবে বেশ কিছু জিনিস বাজেট অনুযায়ী সস্তা হতে চলেছে।
সস্তা হতে যাওয়া সেই সকল জিনিসগুলি হল :
পোশাক, হিরে এবং মূল্যবান রত্ন, ইমিটেশনের গয়না, চামড়ার ব্যাগ, জুতো, পেট্রোলিয়াম পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক, স্টিলের উপজাত দ্রব্য, মোবাইল ফোন, চার্জার এবং কৃষি সরঞ্জাম।যেসকল জিনিসের দাম বাড়ছে সেই সকল জিনিসের তালিকায় রয়েছে বিদেশি জিনিসপত্র। দাম বাড়ছে বিদেশি ছাতা, আমদানি করা ইমিটেশন জুয়েলারি, সিঙ্গল বা মাল্টিপেল লাউডস্পিকার, হেডফোন ও ইয়ারফোন, সোলার সেল, ফটোকপি মেশিন, বৈদ্যুতিক খেলনার সরঞ্জাম, সোলার মডিউলস সহ বিদেশ থেকে আমদানিকৃত যেকোনো ধরনের জিনিসপত্র। কেন্দ্রের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা মনে করছেন দেশীয় জিনিসপত্র ব্যবহারের উপর জোর দেওয়ার ক্ষেত্রে এমন বাজেট পেশ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক।এছাড়াও বাজেটে পেশ করা উল্লেখযোগ্য বিষয়গুলির মধ্যে রয়েছে ৫ বছরে ৬০ লক্ষ কর্মসংস্থান, জোর করকাঠামোর সরলীকরণ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি, এই বছরই শুরু 5G পরিষেবা, দেড় লক্ষ পোস্ট অফিসে ব্যাঙ্কিং পরিষেবা, দেশের নিজস্ব ডিজিটাল মুদ্রা, ৪০০টি নতুন সুপারফাস্ট বন্দে ভারত ট্রেন, ২৫ হাজার কিলোমিটার নতুন রাস্তা, পড়ুয়াদের সুবিধার্থে ২০০টি টিভি চ্যানেল, চালু হচ্ছে চিপ যুক্ত ই-পাসপোর্ট পরিষেবা।
তথ্য সংগৃহীত
Courtesy copy google images