ওয়েব ডেস্ক জনদর্পন : একেই বলে মানবিকতা........রাস্তায় অসুস্থ মহিলা পড়ে থাকার খবর পেয়ে ছুটে আসেন 20 নং ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত।। ঘটনার বিবরণে জানা যায় রাজধানী কামান চৌমুহনীতে একটি দোকানের বারান্দায় পড়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড় ছিলেন মান্দাই এলাকার এক মহিলা,......স্থানীয় দোকানদার সূত্রের খবর ,দীর্ঘদিন ধরেই ওই মহিলা কামান চৌমুহনী এলাকায় এদিক ওদিক ঘুরে বেড়াতো,...... বৃহস্পতিবার বিকেল থেকেই একটি দোকানের বারান্দায় পড়ে কাতরাতে থাকে ওই মহিলা,....... স্থানীয় দোকানদাররা সরকারি পরিষেবা প্রদানকারী 102 ,112 ও থানায় ফোন করেও কোনও সুরাহা করতে পারেনি,..... শেষ পর্যন্ত ফোনে খবর দেওয়া হয় 20 নং ওয়ার্ডের কাউন্সিলরকে,...... খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ছুটে আসেন কাউন্সিলর রত্না দত্ত,....... অসুস্থ মহিলাকে নিজের হাতে ধরে নিয়ে যান হাসপাতালে,..... সেখানে তার যাবতীয় চিকিৎসার ব্যয় ভার বহন করেন রত্না দত্ত,..... শ্রীমতি দত্তের এই মানবিক মুখ দেখে পথচলতি অনেক মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে...।। ইচ্ছে থাকলে যে কারোরই বিপদে দাঁড়ানো যায় এবং সাহায্য করা যায় তা দেখিয়ে দিলেন কর্পোরেটর রত্না দত্ত।।