জনদর্পন প্রতিনিধি আগরতলা : শনিবার আগরতলার গুরখাবস্তি স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট রেডিওগ্রাফাররা ডেপুটেশন প্রদান করেন। বিগত বেশ মাষ খানেক আগে তাদের কে সরকারি চাকুরীতে নিয়েগ করার জন্য অধিকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয় কিন্তু এখনও পর্যন্ত দফতরের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি তাই শনিবার আবার রেডিওগ্রাফার রা দপ্তরের আধিকারিকের সাথে ডেপুটেশন প্রদান করেন। কভিড ১৯ মহামারীর কারণে সমগ্র বিশ্ব একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল আমাদের রাজ্য ও সে মারাত্মক ভাইরাস ভুগছে কছে।এই সময়ে রাজ্যের হাসপাতাল গুলোর মধ্যে রেডিওগ্রাফার দের প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু রাজ্য সরকার রেডিওগ্রাফার নিয়োগ করতেন না। রেডিওগ্রাফার এর বেকারের সংখ্যা ক্রমাগত বেড়েই চলছে কিন্তু রাজ্যের সরকার সেদিকে কোন দৃষ্টি আকর্ষণ করছেন না। এই দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্যারামেডিকেল এর প্রথম ব্যাচের ছাত্র তিনি বলেন আজ থেকে দশ এগারো বছর আগে খুব গর্বের সাথে বলতে রেডিওগ্রাফার এর চাকরি সারা ভারতবর্ষে যে কোন জায়গায় করতে পারবেন কিন্তু এই মুহুর্তে নিজেকে দুর্বল মনে হয় ভ্যাকেন্সি খালি থাকতো নিয়োগ করা হচ্ছে না পিতা মাতা প্রচুর টাকা খরচা করে পড়াশোনা করিয়েছেন কিন্তু রাজ্য সরকার তাদেরকে চাকরিতে নিয়োগ করছেন না বলে জানান। রেডিওগ্রাফার রা চাইছেন রাজ্য সরকার এর স্বাস্থ্য দপ্তরে যেন তাদের কে নিয়োগ করেন তা না হলে তাদের বয়স সীমা পেরিয়ে যাচ্ছে সরকারি চাকরি আর কোনদিন করতে পারেন না একটাই দাবি রাখেন রাজ্য সরকারের কাছে।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.