বক্সনগর প্রতিনিধি,১৪ই জানুয়ারি।।বাংলা পৌষ সংক্রান্তি হিন্দু বাঙ্গালীদের চিরাচরিত সংস্কৃতির এক প্রধান উৎসব। বাঙালির অন্যতম পার্বণ বাংলা পৌষ মাসের অন্তিম দিনে এই উৎসবকে মকর সংক্রান্তি বলে। আগেরকার মতো এখন পৌষ সংক্রান্তির তেমন জৌলুস নেই। তবুও গ্রাম অঞ্চলের আবেগ-উচ্ছ্বাস কে অনেকটাই আগলে রেখে প্রতিটি ঘরে ঘরে রাত জেগে পিঠে পুলি বানানো হয়। কচিকাচারা জমির পাকা ধান কাটা শেষে নাড়া দিয়ে খেতে বুড়ির ঘর তৈরি করে রান্নাবান্না খাওয়া-দাওয়া করা হয়। বৃহস্পতিবার রাতে পঞ্জিকা মতে মকর সংক্রান্তি। বক্সনগর ব্লকের বিভিন্ন গ্রামে এখনও দেখা যায় বুড়ির ঘর।পৌষ পার্বণে বুড়ির ঘর বানানোর আনন্দ-উল্লাস বক্সনগর ব্লক এলাকার বক্সনগর,বাগবের,কলসীমুড়া, কলমচৌড়া,মানিক্যনগর,ভেলোয়ারচড় প্রভৃতি অঞ্চলে প্রায় দেড় শতাধিক ঘর বানায় বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা। দিবা-রাত্রি ঘরে নাচ-গান খাওয়া-দাওয়া চলবে। অনেক এলাকাতেই বয়স্করা ও বুড়ির করে কীর্তনের আসর হরিলুট বলে প্রবীণরা জানান কনকনে শীতের মরসুমে পার্বণে বিভিন্নভাবে বুড়ির ঘর সাজিয়ে তোলা হয়েছে বুড়ির ঘর রাত্রিযাপনের পরদিন ভোরে বুড়ির ঘর পুড়িয়ে সবাই পুণ্য স্নান করে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয়।এমনই একটি চিত্র উঠে আসে উওর কলমচৌড়া এলাকায়।উত্তর কলমচৌড়া ফিশারি সংলগ্ন এলাকায় ওই এলাকারই সকল সম্প্রদায়ের যুবকরা মিলিতভাবে সংক্রান্তি উপলক্ষে বুড়ির ঘর বানিয়ে আগামীকালের পূজার প্রস্তুতি নিচ্ছে।পূজার বাজনা,ঢাক ঢোল সহ খাওয়া-দাওয়া ও আমোদ প্রমোদের ও ব্যবস্থা রয়েছে।এককথায় মকর সংক্রান্তির প্রস্তুতি তুঙ্গে।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.