ত্রিপুরা পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে ত্রিপুরা পুলিশ দপ্তরের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাব হোয়াইট ক্রিকেট টিম বনাম ত্রিপুরা পুলিশের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন।
আগরতলা, ৮ ই জানুয়ারি : পুলিশ প্রশাসন এবং মিডিয়া পার্সোনালিটি, পেশাগত দায়িত্বের নিরিখে দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক প্রেক্ষাপটে ২৪ ঘন্টা দায়িত্বপালনের পরও প্রীতি ক্রিকেটের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ত্রিপুরা পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে ত্রিপুরা পুলিশ দপ্তরের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাব হোয়াইট ক্রিকেট টিম বনাম ত্রিপুরা পুলিশের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। প্রীতি ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল নরসিংগড়স্থিত পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে। আজ বিকেলে আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আগরতলা প্রেসক্লাবের সচিব প্রণব সরকার, এসপি (প্রকিউরমেন্ট) পিনাকী সামন্ত, প্রেসক্লাবের স্পোর্টস সাব-কমিটির চেয়ারম্যান অলক ঘোষ প্রীতি ক্রিকেট ম্যাচের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান। একই অনুষ্ঠানে প্রেসক্লাব টিমের দুই কো-অর্ডিনেটর সুপ্রভাত দেবনাথ এবং প্রবীর দেববর্মার হাতে জার্সি তুলে দেওয়া হয়। সংক্ষিপ্ত বক্তৃতায় প্রেসক্লাবের সচিব প্রণব সরকার এ ধরনের প্রীতি ক্রিকেট ম্যাচ নিয়মিত জারি রাখার মধ্য দিয়ে দু'দলের সৌভ্রাতৃত্ব সম্পর্ক অটুট রাখার আহ্বান জানান। এসপি (প্রকিউরমেন্ট) পিনাকী সামন্তও উনার বক্তৃতায় দুটো পেশা ভিন্নতর হলেও পারস্পরিক সম্প্রীতির সম্পর্ক অটুট রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন। স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ এ ধরনের প্রীতি খেলার আয়োজন করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন। স্পোর্টস কমিটির কনভেনার তথা যুগ্ম সম্পাদক দেবব্রত চক্রবর্তী এবং রমাকান্ত দে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.