নিজস্ব প্রতিনিধি জনদর্পন : বুধবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন হলঘরে ত্রিপুরা কলেজ অফ নার্সিং এর ১৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন ও শপথ গ্রহণ অনুষ্ঠানের ১৫তম বিএসসি নার্সিং ব্যাচের ছাত্র-ছাত্রীরা নাইটিংগেল এর প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্জলন মাল্যঅর্পণ করেন। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী জয়া নিতি দেব, ত্রিপুরার নার্সিং কলেজের অধ্যক্ষ ডক্টর অরিন্দম দত্ত, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ প্রমোথেশ রায়, ত্রিপুরা নার্সিং কলেজের রেজিস্টার, বিশেষ অতিথি স্বপন সাহা সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশেষ অতিথি মুখ্যমন্ত্রী জয়া নিতি দেব বলেন আজকের এই দিনটা আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবাই আপনাদের দিকে তাকিয়ে আছে। বিগত বছর এরকম অনুষ্ঠানে এসে খুব ভালো লেগেছে তার পাশাপাশি তিনি আরো বলেন সবাই সাদা রঙের কোট পরে কিন্তু যখন সেবিকা ও ডাক্তাররা এই কোট পরে তারা তখন ভগবানের রুপ হয়ে যায়। আমি যতই সমাজসেবক হই না কেন কিন্তু রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত লোককে হাসপাতালে নিয়ে যেতে পারবো কিন্তু তার চিকিৎসা আপনাদেরই করতে হবে তাই মহান কাজে ব্রত। আপনারা কোভিড পরিস্থিতির মধ্যে যেভাবে দিনরাত পরিশ্রম করে রাজ্যের জনগণের জন্য কাজ করেছেন তার জন্য আপনাদেরকে নমস্কার জানাই বলে ওনার বক্তব্য তুলে ধরেন তিনি আরো বলেন রাজ্যের সেবিকারা যেভাবে কাজ করছে তাতে করে সারা দেশের মধ্যে ত্রিপুরার নাম উজ্জ্বল করবে বলে জানান তিনি।পাশাপাশি তিনি এই দিন ফ্লোরেন্স নাইটিংগেল জীবনী তুলে ধরেন।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.