জনদর্পন উদয়পুর প্রতিনিধিঃ সোমবার সন্ধ্যারাতে মন্দির নগরী উদয়পুর রাজর্ষী কলাক্ষেত্রে ভারত কো জানো অনুষ্ঠান,অনুষ্ঠিত হয়।ভারত কো জানো অনুষ্ঠানের প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলার অতিরিক্ত জেলা শাসক অরুন কুমার রায়, সুব্রত চক্রবর্তী, তথ্য ও সাংস্কৃতিক দপ্তরে উপ অধিকর্তা মনোজ দেববর্মা সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদয়পুর পৌর পরিষদের পৌর পিতা শীতল চন্দ্র মজুমদার। ভারত কো জানো অনুষ্ঠানে পাঁচটি রাজ্যে যথাক্রমে, আসাম, মনিপুর, উড়িষ্যা ঝারখন,এবং অরুণাচলের শিল্পীরা অংশগ্রহণ করেন এবং এছাড়া রাজ্যে ঐতিহ্যবাহী হজাগিরি নৃত্য, সাংগ্রাই নৃত্য, দেশান্ত্ববোধফ সংগীত নৃত্য পরিবেশন করেন এই অনুষ্ঠানে।রাজ্যের দুইটি জেলার মধ্যে আজ তথা সোমবার গোমতী জেলায় প্রথম ভারত কো জানো বার্ষিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।ভারত কো জানো বার্ষিক অনুষ্ঠানটি উপভোগ করতে গোমতী জেলা বিভিন্ন জায়গায় থেকে শিল্পীরা আসেন।।।