নিজস্ব প্রতিনিধি বিলোনিয়া : নব বিদ্যার্থীদের বরন করে নিল, বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের বিদ্যার্থী সদস্যদের পক্ষ থেকে । সোমবার সকালে নব বিদ্যার্থীদের কপালে চন্দন পরিয়ে , গোলাপের প্রীতি শুভেচ্ছা জানিয়ে বরন করে নেয় ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর কলেজের বিদ্যার্থীরা । বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ মাঠে আয়োজিত এই দিনের নবীনদের বরন করে নেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারা মন্ত্রী রাম প্রসাদ পাল , কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ বিমেলেন্দু ঘোষ, দক্ষিণ জেলার জেলা সভাধিপতি কাকলী দাস দত্ত, বিলোনিয়া পুরপরিষদের পুর পিতা নিখিল চন্দ্র গোপ , বিশিষ্ট সমাজসেবি গৌতম সরকার ও অশেষ বৈদ্য সহ অন্যান্যরা । প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে নব বিদ্যার্থীদের বরন করে নেওয়ার অনুষ্ঠানের সুচনা করেন মন্ত্রী রামপ্রসাদ পাল , সাথে ছিলেন উপস্থিত অতিথিরা । এরপর ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর কলেজের বিদ্যার্থী সদস্যদের পক্ষ থেকে এক বিদ্যার্থী মন্ত্রীকে উপহার স্বরুপ তুলে দেয় ভারত মায়ের প্রতিকৃতি । স্বাগত ভাষণের পর মন্ত্রী রাম প্রসাদ পাল আলোচনা রাখতে গিয়ে বলেন , আমাদের সময় ভালোই ছিল । যারা একটু ভালো পড়াশোনা করে ,ডিগ্রী নিয়েছে তারাই সহসাই চাকরি পেয়ে যেত । কিন্তু বর্তমানে যে চলছে , কঠিন শুরু হয়েছে । এখন কিন্তু আর সেদিন নেই, এখন ট্যালেন্টেড যুগে এসে গেছে । ট্যালেন্ট এর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে । বর্তমান যুগে ডিগ্রি পেলে চাকরি হবে না, ডিগ্রির মধ্যে থাকতে হবে ট্যালেন্ট না হলে মুশকিল হয়ে যাবে । তাই ভালোভাবে পড়াশোনা করার জন্য ছাত্র-ছাত্রীদের কাছে আহ্বান রাখেন ।
পাশাপাশি তিনি আরো বলেন এমনিতেই ত্রিপুরা রাজ্য বিভিন্নভাবে সমস্যায় জর্জরিত আছে । তারপরও সরকার চেষ্টা করছে কিভাবে ত্রিপুরাকে আত্মনির্ভর করে তোলা যায় । সেই প্রচেষ্টায় সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড গ্রহণ করে চলছে যাতে আমরা যেন সবাই নিজেদের উপর নির্ভর করে চলতে পারি । সরকার জনগনের পাশে আছে পাশে থাকবে বলে অভিমত ব্যক্ত করেন ।
মন্ত্রী রামপ্রসাদ পাল আলোচনার পরেই মঞ্চে উপস্থিত অতিথিরা একের পর এক আলোচনা রাখেন । এরপরেই ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর কলেজের নব বিদ্যার্থীদের বরন করে নেওয়ার অনুষ্ঠান মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিল্পীরা ।