নিউ দিল্লি ২৫ জুলাই : ভারতের ১৫ তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথ নিলেন সোমবার। নব- নির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা। দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি।
দ্রৌপদী মুর্মু রাইসিনায়। দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসেবে এদিন শপথ নেন তিনি। দেশের সর্ব কনিষ্ঠ রাষ্ট্রপতি তিনি। সোমবার সকালে সংসদের সেন্ট্রাল হলে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা দ্রৌপদী মুর্মুকে শপথবাক্য পাঠ করান।এদিন শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ, উপ- রাষ্ট্রপতি, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা। প্রথাগত শোভাযাত্রা করে বর্তমান ও ভাবী রাষ্ট্রপতি সংসদ প্রাঙ্গণে ঢুকেন। তাঁকে স্বাগত জানান উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, সুপ্রিম প্রধান বিচারপতি এন ভি রমণা এবং লোকসভার স্পিকার ওম বিড়লা। শপথ নেওয়ার আগে এদিন সকালে রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন দ্রৌপদী মুর্মু। শপথ গ্রহণের পর সেন্ট্রাল হলে ভারতের রাষ্ট্রপতি হিসেবে নিজের বক্তব্য রাখলেন তিনি। দ্রৌপদী মুর্মু বলেন, ভারতের রাষ্ট্রপতি হয়েছি সকলের আশীর্বাদে। ‘সকলের আমি প্রগতিশীল একটি দেশের রাষ্ট্রপতি। ভারতের নেতৃত্ব দিতে পেরে গর্বিত বোধ করছি। আমার সামনে রাষ্ট্রপতি পদের এত বড় উত্তরাধিকার রয়েছে, যা বিশ্বে ভারতের গণতন্ত্রের মর্যাদাকে শক্তিশালী করেছে।’দ্রৌপদী মুর্মুই প্রথম রাষ্ট্রপতি যাঁর জন্ম স্বাধীনতার পরে। তিনি দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.