ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই।। আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন হলো। ধর্মীয় আচার-আচরণ অনুযায়ী মাহেন্দ্রক্ষণ দেখে আগামীকাল হবে এর গৃহপ্রবেশ অনুষ্ঠান। এম.বি.বি স্টেডিয়ামে ক্লাব হাউজের আবাসিক হোস্টেলের পথচলা শুরু হতে যাচ্ছে। আস্তাকুঁড় থেকে আবাসিক হোস্টেল। এর আত্মকথন লিখলে মনে হবে ঐতিহাসিক পট পরিবর্তন ঘটেছে। মোটকথা, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে রবিবার এম.বি.বি স্টেডিয়ামে ক্রিকেটারদের থাকার জন্য হোস্টেলের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন টিসিএ-র সভাপতি তপন লোধ, ভারপ্রাপ্ত সচিব কিশোর কুমার দাস, সহ সভাপতি জয়লাল দাস, কোষাধ্যক্ষ তাপস ঘোষ সহ টিসিএ-র এপেক্স কাউন্সিলের অন্যান্য প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী হওয়ার আগে ডাঃ মানিক সাহা টিসিএ-র সভাপতি পদে আসীন ছিলেন। টিসিএ-র পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে আজ একই অনুষ্ঠানে সংবর্ধনাও জ্ঞাপন করা হলো। পুষ্প স্তবক এবং উত্তরীয় পরিয়ে রাজ্যের প্রধান অভিভাবককে অভিবাদন জানালেন টিসিএ-র ভারপ্রাপ্ত সচিব কিশোর কুমার দাস। সংবর্ধনা পেয়ে খুশি হলেন মুখ্যমন্ত্রী। বিগত দিনে সভাপতির দায়িত্বে থাকাকালীন তিনিও সবাইকে বলতেন ফলের আশা না করে মুখ্যত কাজ করে যেতে। প্রগতির লক্ষ্যে কাজ করে গেলে আপামর জনগণই তার মূল্যায়ন করবে। মুখ্যমন্ত্রী হবার পর টিসিএ-র সভাপতির দায়িত্ব ছাড়তে হয়েছে তাকে। তবে ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার আবেগটাই আলাদা। মনোজ্ঞ এই অনুষ্ঠানটি হলো এমবিবি স্টেডিয়ামের ইন্ডোর শেডে। এদিন ৫৬ শয্যা বিশিষ্ট ক্রিকেটারদের হোস্টেল উদ্বোধন করে খুবই খুশি হলেন মুখ্যমন্ত্রী। ঘুরে দেখলেন পুরো হোস্টেলের ব্যবস্থাপনা। আগামীকাল বেলা সাড়ে দশটায় পূজার্চনা, বিশেষ করে ধর্মীয় আচার-আচরণ সহ মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর গৃহপ্রবেশ কার্যাদি সম্পন্ন করা হবে। টিসিএ-র পক্ষ থেকে প্রাক্তন সকল ক্রিকেটার সহ সংশ্লিষ্ট সকলকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.