প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি জন্ম দিবস কে কেন্দ্র করে নাগেরজলা স্ট্যান্ডে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে এক স্মরণ সভার আয়োজন করা হয়।।
নিজস্ব প্রতিনিধি জনদর্পন : বুধবার দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠান, আলোচনা সভার আয়োজন করে বিজেপি। ১৯২৪ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন অটল বিহারী বাজপেয়ী। পরাধীন ভারতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করায় জেল খেটেছেন। ১৯৫৭ সালে প্রথম নির্বাচিত হন লোকসভায়। তার পর পাঁচ দশক ধরে ব্যাপ্ত ছিল তাঁর সংসদীয় জীবন। ১৯৯৬ সালে মাত্র ১৩ দিন বসেছিলেন প্রধানমন্ত্রীর কুর্সিতে। তার পর ১৯৯৮ সালে ফের প্রধানমন্ত্রী। ১৯৯৯ সালে জোট রাজনীতির চক্করে সরকার পড়ে গেলে ফের ভোট হয়। আবার জিতে ২০০৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে দেশ শাসন করেন। তাছাড়া তিনি একজন ভালো সাহিত্য সমালোচকও ছিলেন। আজ দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি জন্ম দিবস কে কেন্দ্র করে নাগেরজলা স্ট্যান্ডে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে এক স্মরণ সভার আয়োজন করা হয়।। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে ফুল ও মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ মল্লিক সহ অন্যান্য নেতৃত্বরা।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.