ধর্মনগর প্রতিনিধি ,১৬ জুন।। ত্রিপুরা রাজ্যের আকাশে বাতাসে এখন উপ নির্বাচনের বাতাস বইছে।শাসক দল বিজেপি, বিরোধী দল সিপিআইএম সহ কংগ্রেস ও তৃনমূল কংগ্রেস উপ ভোটে লড়ছে।আগামী ২৩ জুন হবে উপ ভোট।তাই বর্তমানে গোটা রাজ্য জুড়ে রাজনৈতিক প্রচার একপ্রকার তুঙ্গে।সকল রাজনৈতিক দল হেভি ওয়েট নেতা ও স্টার দের নিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছে। বৃহস্পতিবার উত্তর জেলার ৫৭ নং যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের মনোনীত প্রার্থী মলিনা দেবনাথের সমর্থনে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। হাফলং চা বাগানের বাজার মাঠে এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাছাড়া উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামেশ্বর তেলী,মন্ত্রী ভগবান দাস, উপাধ্যক্ষ তথা বিধায়ক বিশ্ববন্ধু সেন, প্রদেশ সাধারণ সম্পাদক টিংকু রায়,টি বোর্ড কর্পোরেশনের চেয়ারম্যান সন্তুষ দাস প্রমুখরা।
অপরদিকে এদিনের নির্বাচনী জনসভাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ সকল অতিথিরা বিজেপি দলের মনোনীত প্রার্থী মলিনা দেবনাথকে একজোটে ভোট দিয়ে পবিত্র বিধানসভায় পাঠানোর আহ্বান জানান।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.