ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন।। হরিয়ানায় খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের সমাপ্তি হলো আজ। বর্ণাঢ্য অনুষ্ঠানে হাজার হাজার খেলোয়ারের সমাবেশে আয়োজিত সমাপ্তি অনুষ্ঠানে "আবার মিলিত হবার" স্লোগানে আলোড়িত হচ্ছিল সর্বত্র। চার জুন থেকে আট সহস্রাধিক খেলোয়াড়ের সমাবেশে হরিয়ানার পঞ্চকুলা ছিল ক্রীড়ার বর্ণচ্ছটায় উদ্ভাসিত। আজ, সোমবার সমাপ্তির দিনে একাধারে বিষাদের সুর বেজে উঠলেও দশদিনের সম্মিলনীর রেশ থেকে যাবে দীর্ঘদিন। ৭৭৭টি পদকের ফয়সালা হয়েছে। সেরা খেলোয়ার দের গলায় শোভিত হয়েছে ২৩৭টি স্বর্ণ ২৩৮টি রৌপ্য এবং ৩০২টি ব্রোঞ্জ পদক। নেক-টু-নেক ফাইট হয়েছিল আয়োজক হরিয়ানা এবং পশ্চিমের মহারাষ্ট্রের মধ্যে। শেষ পর্যন্ত সমসংখ্যক ৪১টি স্বর্ণপদক পেলেও রৌপ্য পদকের কিঞ্চিৎ ব্যবধানের নিরিখে মহারাষ্ট্র পদক তালিকায় শীর্ষ স্থান পেয়েছে। ৪১টি স্বর্ণ, ৩৬টি রৌপ্য ও ৩০টি ব্রোঞ্জ পদক রয়েছে মহারাষ্ট্রের ঝুলিতে। হরিয়ানা ৪১টি স্বর্ণ, ৩৬টি রৌপ্য ও ৩০টি ব্রোঞ্জ পদক নিয়ে দ্বিতীয় শীর্ষ স্থান পেয়েছে। কর্ণাটক তৃতীয় শীর্ষে উঠে এসেছে ৪১টি স্বর্ণ, ৩৬টি রৌপ্য ও ৩০টি ব্রোঞ্জ পদক পেয়ে। ত্রিপুরা প্রত্যাশিত সাফল্য না পেলেও দুটি স্বর্ণ একটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জ পদক পেয়ে তালিকার ২২ নম্বর স্থানে অবস্থান করে খেলোয়াড়রা ত্রিপুরার নাম কিছুটা উজ্জ্বল করেছে।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.