নিজস্ব প্রতিনিধি জনদর্পন : রাজ্যে চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন করার কথা থাকলেও নির্বাচন ঘোষনা করতে পারছে না কমিশন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্যে নির্বাচন করানো উচিত কিন্তু নির্বাচন কমিশ তা করতে পারছে না। এর মধ্যদিয়ে সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে। নির্বাচন কমিশন যে স্বাধীন নয় এটা স্পষ্ট হচ্ছে। চার কেন্দ্রের উপনির্বাচন না করে রাজ্যের বিধানসভা নির্বাচনকে এগিয়ে আনার চেষ্ট করছে বিজেপি। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে এই অভিমত ব্যাক্ত করেন সিপিআই(এম) রাজ্যে সম্পাদক মন্ডলীর সদস্য তথা বিরুধী দলের উপনেতা বাদল চৌধুরী। এদিন সিপিআই(এম) বিলোনীয়া মহকুমা অফিসে সাংবাদিকদের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন বাদল চৌধুরী। সাথে ছিলেন সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তথা বিধায়ক সুধন দাস,পার্টির দক্ষিন জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, পার্টির বিলোনীয়া মহকুমা সম্পাদক তাপস দত্ত, পার্টির রাজ্য কমিটির সদস্য দীপঙ্কর সেন, পার্টির বিলোনীয়া মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য আশিষ দত্ত প্রমুখ । সৌজন্য সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিপিআই(এম ) কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য তথা পার্টির রাজ্যে সম্পাদক মন্ডলীর সদস্য তথা বিরুধী দলের উপনেতা বাদল চৌধুরী বলেন বিজেপি ভাবছেন নির্বাচন এগিয়ে নিয়ে আসাগেলে তারা পুনরায় রাজ্যের ক্ষমতায় বসবে। এটা দু:স্বপ্ন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রে কোন ভূমিকা নেই। মানুষে অায় নেই, গরীব মানুষের ঘরে টাকা খাবার নেই, কাজ নেই, বেকারের চাকুরী নেই, হাজার হাজার ভাতা প্রাপকের বাতিল করে দেওয়া হয়েছে। শিক্ষক কর্মচারীদের সাথে প্রতারনা করেছে। রাজ্যের পুলিস টি এস আর দেরকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যাবহার করে তাদের পেশাকে কালিমা লিপ্ত করছে। মানুষের জীবন সম্পত্তি নিরাপত্তা হীন হয়ে পরেছে। গনতন্ত্র আইনের শাষন সবটাই শেষ।
বাদল চৌধুরী বলেন বিজেপির শাষনে মানুষের ঐক্য সংহতি বিপন্ন। এর বিরুদ্ধে জনমত গড়ে তুলে দেশ ও মানুষকে বাঁচাতে সাংবাদিক সংবাদ মাধ্যমে গুরু দায়িত্ব পালন করতে হবে। আমাদের ঐতিহ্য আমাদের অহংকার আমারা বৈচিত্রের মধ্যে এক। আজ সেই ঐতিহ্য আক্রান্ত।ধর্ম ভাষা খাবর পোষাকের রাজনিতি বন্ধ করা উচিত।
এইদিন বাদল চৌধুরি আরো বলেন এগুলি ত্রিপুরার মানুষ কোন দিন মানতে পারবেনা।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.