নিজস্ব প্রতিনিধি জনদর্পন : ম্যাচ চলাকালীন সময় স্পর্শ কাতর অঙ্গে বল লেগে গুরুতর আহত এক ক্রিকেটার। আহত ক্রিকেটারের নাম সাগর দাস। বর্তমানে তার চিকিৎসা চলছে বিশালগড় মহকুমা হাসপাতালে। ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার বিশালগড় দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে বিশালগড় ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত অনূর্ধ্ব 15 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ চলছিল কোনাবন প্লে সেন্টার এবং বিশালগড় এইচ.এস এর মধ্যে। খেলা চলাকালীন সময়ে কোনাবন প্লে সেন্টারের ক্রিকেটার সাগর দাসের স্পর্শ কাতর অঙ্গে বল লাগে। এতে গুরুতর ভাবে মাঠে আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পরে সাগর দাস। পরে স্থানীয় একটি গাড়িতে করে সাগরকে তড়িঘড়ি নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে বলে জানায় খেলা পরিচালন কমিটির এক কর্মকর্তা।
অভিযোগ বিশালগড় ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত বিভিন্ন আসরে খেলা চলাকালীন সময়ে খেলোয়াড়দের জন্য ন্যূনতম চিকিৎসা পরিষেবা রাখা হয়না এসোসিয়েশনের পক্ষ থেকে। খেলা চলাকালীন সময়ে মাঠের পাশে রাখা হয়না আপৎকালীন সময় ব্যবহারের জন্য কোনো এম্বুলেন্স। তাছাড়াও খেলোয়ারদের ন্যূনতম সুরক্ষা সামগ্রীও প্রদান করা হয় না এসোসিয়েশনের পক্ষ থেকে বলে অভিযোগ রয়েছে খেলোয়ারদের অভিভাবকদের তরফে। এখন দেখার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন বিশালগড় ক্রিকেট এসোসিয়েশন পরিচালন কমিটির এধরনের গাফিলতির জন্য তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে?
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.