আগরতলা:এডিসি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও,দোরগোড়ায় নির্বাচন। তাই এডিসি নির্বাচনকে সামনে রেখে বর্তমান শাসক দল ত্রিপ্রা মথা ভোট বৈতরণী হওয়ার জন্য বেকারদের সামনে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।এডিসি ভোটকে সামনে রেখে টি টি এ ডি সি প্রশাসন বেকারদের কাছে অটো বিতরণ করল।

দীর্ঘ পাঁচ বছরে টি টি এডিসির মধ্যে কর্মসংস্থান, উন্নয়নমূলক কোনো কাজ দেখা না গেলেও ভোটের দু-এক মাস আগে কর্মসংস্থানের ঢাক পিটিয়ে ময়দানে নামলেন স্বয়ং তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বৃহস্পতিবার ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের পক্ষ থেকে কাগজে-কলমে প্রায় ১৬১ টি অটো বিতরণ করা হয় বেকারদের মধ্যে। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বেকারদের হাতে অটো চাবি তুলে দিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বশাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য পূর্ণ চন্দ্র জমাতিয়া, প্রতিমন্ত্রী বৃষ কেতু দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় প্রদ্যুৎ কিশোর দেববর্মা বলেন, আজকে ১৬১ টি অটো বিতরণ করা হয়েছে। আগামী দিন ১৬০০ অটো বিতরণ করা হবে। কর্মসংস্থান এবং পারিবারিক আর্থিক উপার্জন বাড়ানোর জন্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।আজকের যে বেকার ১০ হাজার টাকা রোজগার করেন। তিনি এখন ই রিস্কা অটো চালিয়ে মাসে ২৫ হাজার টাকা রোজগার করতে পারবেন বলে আশা বাদী প্রদ্যুৎ কিশোর দেববর্মা। তাছাড়াও তিনি বলেন,কৃষকদের কৃষি ক্ষেত্রে আয় বাড়ানোর লক্ষ্যে সাহায্য করা হবে।

সরকারি চাকরি দিয়ে সব বেকারের কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয়।তাই বেকারদের আত্মনির্ভর করে গড়ে তুলতে হবে। প্রদ্যুৎ কিশোর আরো বলেন, যদি কেউ আমাদের খারাপ চায়,তাহলে করতে দিন।ঘৃণা দিয়ে মোকাবেলা করলে ক্ষতি হবে রাজ্যবাসীর।তাই কেউ ঘৃণা করলে,তাকে ভালোবাসা দিয়ে পরিবর্তন করার চেষ্টা করবেন। বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন,যারা বলছেন এডিসির উন্নয়ন হচ্ছে না। তারা এডিসি এলাকায় গিয়ে নিজে দেখতে পাবেন এসকটে কিভাবে হোটেল ম্যানেজমেন্ট চালু করা হচ্ছে।এছাড়াও অন্যান্য উন্নয়নমূলক কাজ হচ্ছে। যুবকদের ভবিষ্যৎ নিশ্চিত করতে এ আই টেকনোলজি কাজে লাগাতে চান বলে জানান তিনি।এদিকে রাজ্য সরকারের বড় শরিক ভারতীয় জনতা পার্টি জোট সরকারের মেজ শরিক তথা এডিসির ক্ষমতায় থাকা তিপ্রা মথা কে এ ডি সি’র উন্নয়ন ও দুর্নীতি নিয়ে লাগাতার কাঠগড়ায় তুলছে।

বিজেপির অভিযোগ, এডিসিতে কোন অডিট নেই।চলছে ব্যাপক দুর্নীতি। সরকারের তরফে প্রদান করা কোটি কোটি টাকা উন্নয়ন মূলক কাজের জন্য ব্যবহার করা হয়নি। সাম্প্রতিককালে এডিসি এলাকার বিভিন্ন জনসভায় এমনই অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা,প্রাক্তন সংসদ সাংসদ রেবতি ত্রিপুরা সহ বিজেপির নেতৃত্বরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *