আগরতলা: ৭ রাম নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের শুভ জন্মদিন রবিবার। মেয়র এর জন্মদিন উপলক্ষে ৭ রামনগর মন্ডলের অন্তর্গত সকল পুর নিগমের ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগরতলা পুর নিগমের ১৪ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেবের উদ্যোগে বিভিন্ন সামাজিক কর্মসূচি সকাল থেকেই শুরু হয়েছে। .তার মধ্যে রয়েছে সকালে ওয়ার্ড এলাকার বিভিন্ন জায়গায় স্বচ্ছ ভারত অভিযান সংঘটিত হয়।

আয়ুষ্মান ভবনের চিকিৎসক এবং ওয়ার্ড কমিটির সদস্য তথা চিকিৎসক অর্জুন দাসের নেতৃত্বে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ৭০ উর্ধ বয়স্ক প্রবীণদের শারীরিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং রোগ নিরাময়ে পরামর্শ দেওয়া হয়। তার পাশাপাশি বিনা পয়সায় ওষুধ বিতরণ করা হয়।প্রবীণ দের হাতে ফল ও দুধ তুলে দেওয়া হয়। বিকেলে একটি ব্যতিক্রমী কর্মসূচি নেওয়া হয়েছে। সেটা হল তিনটি বিভাগে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে প্রতিযোগীরা মেয়র দীপক মজুমদারের ছবি অংকন করেন। প্রত্যেক বিভাগে প্রথম পঞ্চম স্থানাধিকারী দের হাতে মেয়র এবং স্থানীয় কর্পোরেটর পুরস্কার তুলে দেন। সন্ধ্যা ছয়টায় ওয়ার্ড কমিটির সদস্য গীতা পাঠ করেন। আর পাশাপাশি শিশু থেকে শুরু করে উপস্থিত সকলকে পায়েস ও লুচি দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

সেদিন বটতলা কালী শিব মন্দিরে ধর্মীয় রীতি নীতি মেনে পুজোর মাধ্যমে মেয়র দীপক মজুমদার শিবের আরাধনা করেন। এখানে মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের সামনে বলেন, ৭ রামনগরের বিজেপির সকল স্তরের কার্যকর্তারা তার জন্মদিন কে উপলক্ষ করে এদিন নানা সামাজিক কর্মকান্ড পালন করছেন।তার জন্য তিনি কার্য কর্তাদের অভিনন্দন জানান এবং তাদের সুস্বাস্থ্য কামনা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *