আগরতলা:স্কুলে ঢুকে শিক্ষকদের হুমকি দেওয়ার ঘটনায় বিজেপি নেতার শাস্তির দাবিতে, এঞ্জেল চাকমার খুনিদের শাস্তির দাবিতে, এসসি , এসটি এবং ওবিসি সম্প্রদায় ভুক্ত ছাত্র-ছাত্রীদের অবিলম্বে স্ট্রাইফেন্ড প্রদান , টেট উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের দ্রুত নিয়োগ সহ ছয় দফা দাবিতে শনিবার আগরতলা শহরে এস এফ আই এবং টি এস ইউ এর যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল গঠিত হয়।
এই বিক্ষোভ মিছিলের প্রেক্ষাপটে তুলে ধরে এসএফআই রাজ্য সম্পাদক সৃজন দেব বলেন, অ্যাঞ্জেল চাকমা দেরাদুনে খুন হয়েছিল। দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। অপরাধীদের ধরা হয়েছে ঠিকই। কিন্তু শাস্তি দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের তালবাহানা চলছে। উত্তরাখন্ড সরকার ও পুলিশ প্রশাসন বিভিন্ন ভাবে প্রকৃত খুনিদের আড়াল করার চেষ্টা করছে। তাই এস এফ আই ও টি এস ইউ দাবি জানাচ্ছে এঞ্জেল চাকমার খুনিদের মূলক শাস্তি দিতে হবে। তার পাশাপাশি বহির রাজ্যে পাঠরত ত্রিপুরার সমস্ত ছাত্র- ছাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। রাজ্যের এস সি এস টি ওবিসি সম্প্রদায় ভুক্ত ছাত্র-ছাত্রীদের তাদের ন্যায্য স্কলারশিপ পেতে দিনের পর দিন দপ্তরে গিয়ে ধরনা দিতে হচ্ছে এবং আন্দোলন করতে হচ্ছে। বিগত সরকারের সময় এমনটা ছিল না।
বর্তমান সরকার বিভিন্ন খেলা মেলা সংঘটিত করছে।কিন্তু ছাত্র- ছাত্রীদের স্টাইপেন্ড দিতে পারছে না।বাম ছাত্র সংগঠনের তরফে দাবী করা হয়, যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এখনো স্কলারশিপের এ টাকা পাইনি সরকার এবং সংশ্লিষ্ট দপ্তর তাদেরকে অবিলম্বে স্কলারশিপের টাকা প্রদান করতে হবে। এই ক্ষেত্রে কোন রকম তালবাহানা বাম ছাত্র সংগঠন মানবে না। তিনি আরো বলেন, টেট উত্তীর্ণ ছাত্র- ছাত্রীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। কারণ রাজ্যের স্কুল গুলিতে শিক্ষক সংকটের কারণে লেখাপড়ায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। পড়ুয়ারা শিক্ষকের দাবিতে রাস্তায় আন্দোলন করছে। অথচ রাজ্য সরকার টেট উত্তীর্ণদের নিয়োগ করছে না।
তিনি বলেন, রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে ও শিক্ষকদের উপর বর্তমান সরকারের সময়ে আক্রমণ সংঘটিত হচ্ছে। সম্প্রতি সোনামুড়া মহকুমার একটি জেবি স্কুলে বিজেপি দলের নেতা তথা পঞ্চায়েত সদস্য স্কুলে ঢুকে শিক্ষক- শিক্ষিকাদের উপর আক্রমণ চালায় এবং বিশ্রী ভাষায় গালি গালাজ করে।তার পাশাপাশি স্কুলের আসবাবপত্র ভাঙচুর করে। এই বিজেপি নেতার তাণ্ডবে স্কুলের কচিকাঁচা ছাত্র-ছাত্রীরা ভয়ে তটস্থ হয়ে পড়ে। আজ ছয় দিন পেরিয়ে গেলেও এই ঘটনায় বিজেপি নেতা তথা পঞ্চায়েত সদস্যের কোন প্রকার শাস্তি হয়নি।
উল্টো বিজেপি দলের ছাত্র সংগঠনের তরফে বলা হয় বিজেপি নেতা শিক্ষকদের সঙ্গে বসে আলোচনা করে মীমাংসা করা হবে। তিনি দাবী জানান অবিলম্বে ওই অভিযুক্ত বিজেপি নেতা এবং পঞ্চায়েত সদস্যকে আইনের আওতায় এনে শাস্তির বিধান করতে হবে।
