আগরতলা, ০৯ জানুয়ারি : চাঞ্চল্যকর ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় ফের কঠোর অবস্থান নিল আদালত। এই মামলায় অভিযুক্ত হিসেবে আটক পাঁচজনকে আবারও জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে ধর্মনগর জেলা ও দায়রা আদালত।
অভিযুক্তদের পক্ষ থেকে দাখিল করা জামিন আবেদনের শুনানি শেষে আদালত তা খারিজ করে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত তাদের জেল হাজতে রাখার নির্দেশ দেয়। শুক্রবার আদালতে অভিযুক্তদের তরফে বেল পিটিশন দাখিল করা হলে সেই আবেদনের উপর বিস্তারিত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, এই মুহূর্তে অভিযুক্তদের জামিন দেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুনানির বিস্তারিত তুলে ধরেন বিশিষ্ট আইনজীবী দেবদাস বক্সী। তিনি জানান, ঘটনার সঙ্গে সরাসরি জড়িত যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের পক্ষে প্রথমে জামিন আবেদন করা হয়। সেই সময় আদালত তিন অভিযুক্তের জামিন খারিজ করে দেন। পরবর্তীতে বাকি দুই অভিযুক্তের পক্ষ থেকেও আলাদা করে জামিন আবেদন জানানো হয়। উল্লেখ্য, প্রসেনজিৎ সরকারের মৃত্যুর ঘটনা ঘিরে গোটা রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ন্যায়বিচারের দাবিতে পথে নেমেছিলেন সাধারণ মানুষ।
এই পরিস্থিতিতে একের পর এক জামিন খারিজ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মৃতের পরিবার ও সাধারণ মানুষ। এখন নজর আগামী ২২ জানুয়ারির দিকে— ওই দিন মামলার পরবর্তী শুনানিতে আদালত কী নির্দেশ দেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যবাসী।
