আগরতলা:রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ৮ই জানুয়ারি ৭২ বছরে পা দিলেন। মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন মন্ডল ও সহযোগী মোর্চা সংগঠনগুলির উদ্যোগে একমাস জুড়ে বিভিন্ন সেবামূলক কর্মসূচি হাতে নেয়।
বৃহস্পতি বার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা নিজে আগরতলা লক্ষী নারায়ণ বাড়ি ও মেলার মাঠ স্থিত কালী মন্দিরের পুজো দেন। সেখানে গীতা পাঠ অনুষ্ঠিত হয়। অনেকেই অনেকেই তার দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করেন। তার জন্য লক্ষ্মীনারায়ণ বাড়ি এবং মেলার মাঠ কালী বাড়িতে বিশেষ প্রার্থনা করা হয়। তার পাশাপাশি শুভেচ্ছা বিনিময়, দলীয় নেতা, কর্মী এবং সাধারণ নাগরিকরা কিংবা আরো অনেকেই মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন এবং অন্যান্য দলীয় কার্যালয়ে তার সাথে দেখা করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
রাজধানীর আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় শাসক দলের নেতা ও সমর্থকরা নানা ধরনের সামাজিক ও সেবামূলক কর্মসূচির আয়োজন করেছেন।
মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার ৭২ তম জন্মদিন উপলক্ষে একতা বন্ধন সামাজিক সংস্থার উদ্যোগে আপনা ঘর বৃদ্ধাশ্রমে বৃদ্ধা মায়েদের হাতে মিষ্টি ও কম্বল তুলে দেন। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দিলীপ দাস, ওবিসির চেয়ারম্যান তাপস মজুমদার, বিজেপির যুবনেতা সম্রাট রায়, বিশাল বণিকসহ অন্যান্য।
ওয়ার্ড নম্বর ৮ এর উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রীর জন্ম দিন কে সামনে রেখে ১০০ জন সাফাই কর্মী দের শীত বস্ত্র বিতরণ করেন উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিলর স্বপ্না সেন সরকার সহ অনান্যরা। স্বাস্থ্য বিভাগীয় কর্মচারীবৃন্দ ও ত্রিপুরা গভমেন্ট হোমিওপ্যাথিক ডক্টর এসোসিয়েশনের উদ্যোগে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আইজিএম হাসপাতালে।
উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, সুবল ভৌমিক সহ অন্যান্যরা। এদিকে জিবিপি হাসপাতালে ৬ আগরতলা মন্ডলের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব।
বিজেপি দল প্রধানমন্ত্রীর জন্মদিন ১৭ সেপ্টেম্বর উপলক্ষে সেবা পাক্ষিক কর্মসূচির অধীনে রাজ্যব্যাপী বিভিন্ন সেবামূলক কার্যক্রম, যেমন রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে তেমনি স্বচ্ছ ভারত অভিযান সংঘটিত করা হয়। মুখ্যমন্ত্রীর জন্মদিনেও একই ধরনের জনহিত কর কাজের মাধ্যমে পালিত হচ্ছে।
